নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

উদ্বাস্তুদের বাস্তু স্বপ্ন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

গতকালও বার্নিকাট বলেছেন জঙ্গী দমনে তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা সাধারণ লোকেরা জঙ্গী বা সন্ত্রাসী দমনের মানে বুঝি লক্ষ লক্ষ মৃত্যু, লক্ষ লক্ষ রক্তাক্ত মানুষের কাতরানি, লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ব, লক্ষ লক্ষ মানুষের এক বেলাও খাবার না পাওয়া, লক্ষ লক্ষ মানুষের বাড়ি ধুলোয় মেশা।

ইরাক-সিরিয়ার এমন কোনো বাড়ি বাদ নেই যে বাড়িতে আমেরিকার বোমা পড়েনি। সিরিয়ার ঘরহারা এই বাচ্চাগুলো কী ভাবছে ঘর নিয়ে?


বাড়ি ফিরতে চাই


তাসনিম ফাইদু এঁকেছে কান্নারত মা তার মেয়েকে কবর দিয়ে ফিরছেন


ইসলেম হালিফের আঁকা তাদের এলাকা


গাইস কারদাক ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হবে। যাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে সে তাদের বাড়ি গড়ে দেবে। ডাক্তার হয়ে সে আহতদের সেবা করবে।


আমাদের মসজিদ। আলী রিস্তমো


বাড়ির স্বপ্ন আলী আদদাহারেরও।

ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ছবিগুলো রয়টার্সের।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

হাবীব কাইউম বলেছেন: আরো একটা ছবি ছিলো। কিন্তু ১০টারে বেশি ছবি আপলোড করা যায় না।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

আনু মোল্লাহ বলেছেন: সুন্দর পোস্ট। শুভেচ্ছা ও ধন্যবাদ নেবেন :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: আহা! বাস্তু হারাদের দুখের ছবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

হাবীব কাইউম বলেছেন: :( :( :(

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

খোলা মনের কথা বলেছেন: হৃদয় বিদায়ক ঘটনা জড়িয়ে আছে প্রতিটি ছবির সাথে।

বিশ্ব মোড়ল আম্রিকা শান্তির নামে সারা বিশ্বে অশান্তি তৈরি করে যাচ্ছে। ক্ষমতার ব্যবহার করে যাচ্ছে ইচ্ছা মত। এটার ও শেষ আছে যেটা হয়তো আমরা দেখতে না পারলেও কেউ কেউ দেখতে পারবে। যার শেষ হবে অতি জঘন্য। অত্যাচারীরা কখনো চিরজীবি না। ইতিহাস তারই উদাহরন।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

হাবীব কাইউম বলেছেন: সহমত

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জঙ্গিরা কত জন মারে আর জঙ্গি দমনে কত জন মারা যায় তার হিসেব বার্নিকাট'রা কখনও করে না, জঙ্গি তৈরি করে অস্ত্র ব্যবসা আর পেট্রো ডলার পাহারা দেয়। বার্নিকাট'রা যেদিন বলবে 'আজ থেকে আর জঙ্গি মদদ দিব না' সে দিন থেকে পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

হাবীব কাইউম বলেছেন: ঠিক বলেছেন। কেউ বলে না, জঙ্গীদেরকে কারা তৈরি করে আর জঙ্গী দমনকারীরা কত খুন করে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি ইচ্ছে মত ছবি আপলোড করতে পারবেন। একসাথে সর্বোচ্চ ১০টি ছবি আপলোড করতে পারবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪২

হাবীব কাইউম বলেছেন: থ্যাংক ইউ। নেক্সট টাইম...

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

পথে-ঘাটে বলেছেন: মানবতার ফেরিও্য়ালা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

হাবীব কাইউম বলেছেন: হুম

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

শরাফত বলেছেন: বাবু<বাবুয়া<বাবুই বলেছেন: জঙ্গিরা কত জন মারে আর জঙ্গি দমনে কত জন মারা যায় তার হিসেব বার্নিকাট'রা কখনও করে না, জঙ্গি তৈরি করে অস্ত্র ব্যবসা আর পেট্রো ডলার পাহারা দেয়। বার্নিকাট'রা যেদিন বলবে 'আজ থেকে আর জঙ্গি মদদ দিব না' সে দিন থেকে পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

হাবীব কাইউম বলেছেন: ঠিক

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সময়োপযোগী পোস্ট। আরও বেশি বেশি লেখা উচিৎ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ঠিক বলেছেন।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

উল্টা দূরবীন বলেছেন: ছবিগুলো দেখলেই মনে বিষণ্ণতা নেমে আসে হু হু করে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

হাবীব কাইউম বলেছেন: হ্যাঁ। ছবিগুলোর দিকে চোখ পড়লেই সরিয়ে নিই। তাকিয়ে থাকতে পারি না।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

মারুফ তারেক বলেছেন: আমরা চাই না এই মিথ্যা সহানুভূতি। আমরা বারবার বাঁচতে চাই।
পোষ্টের জন্য ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

হাবীব কাইউম বলেছেন: বাঁচতে চাই।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

বিজন রয় বলেছেন: দুঃখজনক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

হাবীব কাইউম বলেছেন: অবশ্যই

১৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

পাখির চোখে বিশ্ব দেখি বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.