নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রণার নাম \'অ্যা\'

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩



যারা স্পষ্টভাবে কথা বলতে পারেন না, তারা কথার মাঝখানে 'অ্যা' যোগ করে থাকেন। আবার কিছু অঞ্চলের লোকের মধ্যে 'অ্যা' বলার প্রবণতা বেশি। যেমন ইংরেজি A (এ) বর্ণকে কুমিল্লার লোকেরা 'অ্যা' বলে থাকেন।

বাংলা ভাষায় এ বর্ণের উচ্চারণ কখনো এ, কখনো অ্যা। তবে শব্দের মাঝখানে বা শেষে এ'র উচ্চারণ কখনো অ্যা হয় না। যেখানে যে রকম উচ্চারণ সেখানে ঠিক সে উচ্চারণ করাটাই বাঞ্ছনীয়। লেখার বেলায়ও একই কথা।

কিন্তু প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তি যদি 'এ' আর 'অ্যা'র উচ্চারণ গুলিয়ে ফেলেন, সেটা সংক্রামিত হয় হাজারো ব্যক্তির মধ্যে। অনেক টিভি রিপোর্টারকে শোনা যায় 'এবং'-এর উচ্চারণ 'অ্যাবং' করতে। উচ্চারণই যাদের পেশা, তাদের সবার কি উচিত নয় ব্যবহারিক অভিধান হাতের কাছে রাখা?

প্রতিবর্ণীকরণ আর বিদেশী শব্দ এক নয়। এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দ ঢুকবে—এটা একটা অব্যাহত প্রক্রিয়া। কিছু লোক বিদেশী শব্দগুলোকে বাংলায় লেখার সময় প্রতিবর্ণীকরণ করেন। এতে সে শব্দটা বিদঘুটে মনে হয়। এ ক্ষেত্রেও আবার 'এ' এবং 'অ্যা' নিয়ে অনেক ঝামেলা দেখা যায়। বাংলায় আমরা 'মেডিকেল' বলি। 'মেডিক্যাল' যদিও অশুদ্ধ নয়, কিন্তু এ বানান দেখলে কেমন যেন অচেনা অচেনা মনে হয়। গতকাল এক পত্রিকায় দেখলাম ক্যান্টনম্যান্ট। এটা তো কোনোভাবেই মানা যায় না। ইংরেজিতেও তো শব্দটার উচ্চারণ এ রকম নয়। তাহলে ক্যান্টনমেন্টকে এভাবে লেখার মানে কী?

আমরা যে সব 'অ্যা'কে 'অ্যা'তে রূপান্তরিত করতে পেরেছি, এমনটা নয়। বাংলা একাডেমি নিজেই অ্যাকাডেমির 'অ্যা' লিখলে 'এ' দিয়ে। এটাও আরেক সমস্যা। বিদেশী শব্দে যেখানে 'অ্যা' উচ্চারণ আছে সেখানে 'অ্যা' এবং যেখানে 'এ' আছে সেখানে 'এ' লেখাই বাঞ্ছনীয় বলে মনে করি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: বাহ! জেনে নিলাম।
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

হাবীব কাইউম বলেছেন: আচ্ছা।

২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:০৭

আরজু নাসরিন পনি বলেছেন: এ্যাহ আমিতো গুলিয়ে ফেললাম... এ্যাহ নাকি অ্যাহ বলবো ?

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১২

হাবীব কাইউম বলেছেন: অ্যাঁ?

৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

আরজু নাসরিন পনি বলেছেন: হাহা
জবাব যা দিলেন হাসতেই আছি...

৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: এ আর আ্যা নিয়ে তো মহা যন্ত্রণা ভাইয়া! :(

৫| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

হাবীব কাইউম বলেছেন: হুমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.