|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ছবির ছেলেটার কথা কি মনে আছে? তাকে দেখেই কবিতাটা লিখলাম। কবিতা কি অকবিতা সেটা পরে, কিন্তু আমার মনে হয় সত্যিই ছেলেটা খোদার সব জান্নাত কিনে নিয়েছে।
অং সু চি যেই জাহান্নামের আগুন জ্বালে রাখাইনে,
আমরা তখন ছুটছি শুধু; কেউ পিছনে তাকাইনে।
ছুটছি সবাই বাংলাদেশে, পার হতে সেই নরককে
পিছন ফেলে ঘর-বাড়ি-ক্ষেত সকল কিছু অরক্ষে
কেউ ছুটেছি বোনকে ফেলে,
ভাই-স্বামী কেউ, কেউ বা ছেলে।
সেই নরকের ভিতর থেকে অষ্ট বেহেস্ত্ বের করে
আনলো নেজাম টুকরি ভরে, সুবাস তাকে ঘের করে
চলছে সাথে
পাঁচটি দিবস দিবস-রাতে
টুকরি ভরা বেহেস্ত্ থেকে সুবাস ছড়ায় বাংলাদেশে
সুবাস ছড়ায় সাত মহাদেশ, সপ্ত জমিন, সপ্ত আকাশ ছড়ায় শেষে
সৃষ্টিজগৎ, আরশ সীমা, সবগুলো ধাপ।
টুকরিতে তার অন্ধ মা-বাপ।
 
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৭
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৭
হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ
২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৪২
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। 
যোগ্য সন্তান! বৃদ্ধাশ্রমে মাতা-পিতাকে ফেলে আসে যে কুলাঙ্গারেরা তারা শিখবে কি???
+++++++++
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৮
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৮
হাবীব কাইউম বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৫
১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৫
হাবীব কাইউম বলেছেন: দের জন্য ধিক্কার
৩|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪২
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: মানবিক কবিতা।
এমন সন্তানই চাই যে বাবা-মার জন্য জীবন বাজী রাখতে প্রস্তুত।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৭
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৭
হাবীব কাইউম বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
৪|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৫৯
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: হাবীব ভাই ছবিটা দেখে খুব ভালো লাগলো আবার কষ্টও লাগলো।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৫
১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৫
হাবীব কাইউম বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ
৫|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০৪
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: হাবীব কাইউম   , 
চারদিকের অমানবিকতার মাঝেও একটু মানবিক বাতাস । 
টুকরির ভেতরে যেমন অষ্ট জান্নাত, তেমননি আমাদের মনের ভেতরেও রইলো আপনার কবিতাখানি । 
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৬
১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৬
হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
৬|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৮
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৮
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এর প্রতিবাদে চলুন দলে দলে নিউইয়র্কে হামলা চালাই।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৬
১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:২৬
হাবীব কাইউম বলেছেন:  
   
  
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:০২
১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:০২
ব্লগ সার্চম্যান বলেছেন: বড় করুন দুঃখের কথা দিয়ে সাজানো কবিতা।