নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জগৎ বিখ্যাত সাহিত্যিক ও যুগশ্রেষ্ঠ দার্শনিক শেখ সা’দী (রহ:) এর ভক্ত।

হাবীবুল্লাহ ত্রিশালী

তালিবুল ইলম

হাবীবুল্লাহ ত্রিশালী › বিস্তারিত পোস্টঃ

বিদায়ের বীন

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

বিদায়ের বীন
বিদায়ের বীন বেজে উঠল হৃদয়ের কোনে
আহ! কি মর্মবিদারক কখোনো ভাবিনি মনে।
বিয়োগ ব্যথার তীব্রতা কভু এতটা হয়নি
গৃহ পানে ছুটে গেলেও দীর্ঘ ক্ষন রয়নি।
বিরহের অনলে দগ্ধমন কেমন করে চলি
বিনয়ের সুরে ক্ষমা চাই মোরা সকলকে বলি।
ভ্রমরের ন্যায় উড়ে এসেছিলাম ইলম অন্বেষণে
যোগ্য আলেম হওয়ার বাসনা সুপ্ত ছিল মনে।
শৈশব-কৈশোর কেটে গেল এ পুষ্প কাননে
সকল স্মৃতি হেরি আজ আপন নয়নে।
ইলম ত্বলবের আদ্য-পান্ত ঘটল ফজলে খোদায়
প্রভুর রঙ্গে রঙ্গিন হতে সঠিক পথ পায়।
এ জামিয়ার দ্বিতীয় নমুনা আর দেখি নাই
ইলম আমলের পরিপূর্ণতা ইহার মাঝে পাই।
ফজলে খোদার যশ ছড়ায় সারা জাহানে
জ্ঞান পিপাসু ছুটে আসে প্রানের টানে।
সুন্নতের পূর্ণ নমুনা রয়েছে শিক্ষক মাঝে
নায়েবে নবীর প্রতিচ্ছবি ফুটে উঠে হার কাজে।
মধু মিশ্রিত বাক্যালাপ মুচকি হাসির রেখা
বিষণœ হৃদয় পুলকিত হত পেতাম যদি দেখা।
তাদের মূল্য কারো পক্ষে দেয়া সম্ভব নয়
খোদার দারে প্রার্থনা ফেরদাউস নসিব হয়।
শ্রদ্ধা ভরা নিবেদন শিক্ষকদের জানাই
সব ক্রটি স্মরণ করে মার্জনা চাই।
¯েœহের হাত বুলিয়ে দিয়ে বলি ওহে ভাই
অতীত কে মনে করে ক্ষমা মোরা চাই।
এক সাথে পার করেছি জীবন দীর্ঘ ক্ষণ
হাসি মুখে বিদায় দাও খুশি রেখে মন।
প্রভুর সকাশে এই যাচনা মোদের কবুল কর
কুরআন সুন্নার রওশন দিয়ে দিলটাকে ভর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.