নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জগৎ বিখ্যাত সাহিত্যিক ও যুগশ্রেষ্ঠ দার্শনিক শেখ সা’দী (রহ:) এর ভক্ত।

হাবীবুল্লাহ ত্রিশালী

তালিবুল ইলম

হাবীবুল্লাহ ত্রিশালী › বিস্তারিত পোস্টঃ

আমার সন্তাকে আদর্শ সন্তান হিসাবে কিভাবে গড়ে তুলব?

১৭ ই মে, ২০১৬ সকাল ৮:৪৯

খাওয়া-পরার সুব্যবস্থার পাশাপাশি সন্তানের ঈমান-আকীদা দুরস্ত করাও মা-বাবার গুরুদায়িত্ব ৷
সন্তানের প্রতি মা-বাপের ভারি দায়িত্ব ৷ আর আমরা কিনা মা-বাপ হওয়ার অর্থ মনে করি,সন্তান জন্ম হলে তার
ফীডারেরে ব্যবস্থা করা,
দুধের ব্যবস্থা করা,
চিনির ব্যবস্থা করা,
জামা-কাপড়ের ব্যবস্থা করা,
অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা,
ডায়রিয়া হলে মহাখালী হসপিটালে নিয়ে যাওয়া ৷
এগুলোকেই যেন মা-বাপের বড় দায়িত্ব মনে করা হয় ৷ কিন্তু মা-বাবার যে মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব, তা হলো আল্লাহ্ পাকের ছোট্র এই বান্দাটিকে
বুনিয়াদ থেকে,
শৈশবকাল থেকে
অবুঝ সময় থেকেই
প্রতিটি কর্মের দ্বারা,
প্রতিটি কথার দ্বারা,
প্রতিটি আচরণের দ্বারা
ধীরে ধীরে তাকে আল্লাহমুখী করতে থাকা,
সত্য, সততা, স্বচ্ছ়তা ও পবিত্রতামুখী করতে থাকা ৷
মিথ্যা, ধোকা, শঠতা, অস্বচ্ছতা ও প্রতারণামূলক কোন আচার-আচরণ কিছুতেই তাকে না শেখানো ৷
এই দায়িত্ববোধ কি আজ আছে আমাদের ভিতরে? আমাদের সমাজে? নেই ৷ যদি থাকে, তা ক'জনের মধ্যে? এবং কি পরিমাণ? কতটুকু গুরুত্বের সাথে?
হযরত মাও: শাহ্ আব্দুল মতীন বিন হুসাইন সাহেব দা:বা:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.