নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কিছু করো

হাবিবুললাহ

শাঢারোন েকজোন বাংালি

হাবিবুললাহ › বিস্তারিত পোস্টঃ

যে ৬ টি খাবার শরীর থেকে বের করে দেয় নিকোটিন

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

ধূমপান দেহের জন্য ক্ষতিকর তা সবারই জানা। আমাদের সকলেরই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু তারপরেও অনেক ধূমপায়ীদের জন্য ধূমপান করা ছেড়ে দেওয়া খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। নিকোটিন আমাদের দেহের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং ফুসফুসেরও মারাত্মক ক্ষতি করে। যদি আপনি যদি ধূমপান করা ছেড়েও দিয়ে থাকেন নিকোটিনের প্রভাব আপনার দেহে অনেক বছর পর্যন্ত রয়ে যাবে। কিন্তু সুস্থ জীবনযাপন ও সুখাদ্যভাস দেহ থেকে নিকোটিন বের করে দিতে সাহায্য করে। তাই জেনে রাখুন খাবার গুলো সম্পর্কে



ব্রকলি:

ব্রকলিতে আছে ভিটামিন সি ও বি৫। ধূমপান আমাদের দেহের ভিটামিন সি এর মাত্রা কমিয়ে দেয়। তাই দেহ থেকে নিকোটিন বের করে দিতে বেশি করে ব্রকলি খাওয়া উচিৎ।



কমলা:

কমলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতিদিনের খাদ্য তালিকায় কমলা রাখুন কারণ কমলা দেহের হজম শক্তি বৃদ্ধি করে ও নিকোটিন বের করে দেয়।



গাজর:

আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিৎ যে, ধূমপান করার পর এর নিকোটিন এর প্রভাব আমাদের দেহের ৩ দিন পর্যন্ত বিস্তার করে। তাছাড়া নিকোটিনদেহের ত্বকেরও অনেক ক্ষতি করে থাকে। তাই গাজর রাখুন খাদ্য তালিকায়। গাজর ত্বকের জন্য খুব উপকারী ও এতে আছে ভিটামিন এ, বি, সি এবং কে। কিছু গবেষণায় প্রমাণিত যে গাজরের উপকারী ভিটামিন দেহ থেকে নিকোটিন বের করে দিতে সহায়তা করে।



পালং শাক:

শাকসবজির মধ্যে পালংশাক সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। কারণ এতে শুধু ভিটামিনই নয় আরও আছে ফলিক এসিড। যা দেহের সুস্থতায় অনেক উপকারী।



কিউই ফল:

এই জাদুকরী ফলটির মধ্যে এমন কিছু ভিটামিন আছে যা দেহ থেকে নিকোটিন বের করে দেয়। এতে আছে ভিটামিন এ, সি ও ই। কিন্তু ধূমপানের ফলে এই ভিটামিনের মাত্রা দেহ থেকে কমে যায়। তাই ধূমপান করা থেকে বিরত থাকুন।



পানি:

ধূমপানের কারণে আমাদের দেহ শুষ্ক হয়ে যায়। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে যে পানি খাওয়ার সুঅভ্যাস গড়ে তুললে ধূমপান ত্যাগ করা সম্ভব ও প্রচুর পানি পানের মাধ্যমে দেহ থেকে নিকোটিন বেড়িয়ে যায়।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

তামিম89 বলেছেন: ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.