নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কিছু করো

হাবিবুললাহ

শাঢারোন েকজোন বাংালি

হাবিবুললাহ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নাকি সাধারণ মানুষ ?

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩১

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, সে কি ব্লগার হয়ে জন্ম গ্রহণ করেছিল? আমরা কানো উনাকে বার বার ব্লগার বলছি , কানো একজন সাধারণ মানুষ বলছি না। কারো যদি লেখালেখির অভেস থাকে তাহলে কি আমরা সেই বাক্তিদের একটা আলাদা শ্রেণীতে ফেলে দিবো?

কারো ধর্ম নিয়ে খারাপ কিছু বলা বা লেখা ঠিক না, এইটা আমরা সবাই মনে করি । বাবুর বা অভিজিত এর কোনো লেখা যদি কারো ভাবমূর্তি বা ধর্মীয় অনভূতিতে আঘাত হানে থাকে তাহলে হত্যা না করে লেখার মাধ্যমে তাদের ভুলটা ধরায় দেয়া যেত না কি ? কানো এই হত্যা কান্ড। আমরা কেন মুক্ত ভাবে কিছু বলতে বা লিখতে পারব না। আমরা গণতন্ত্র বলি কিন্তু লেখার গণতন্ত্র যেখানে নেই সেই খানে গণতন্ত্র পঁচে গলে শেষ হই গেছে। এই ধরনের কর্মকান্ড আর হত্যা যজ্ঞ আমাদের এই সোনার বাংলাকে সহিংসতার দিকে নিয়ে যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই সহমত ভাইয়া!!

২| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮

যাযাবরমন বলেছেন: ওয়াশিক ভাল ব্লগার ছিলো, তার হত্যাকান্ডে আমি গভির ভাবে দু:খিত।
সরকার চাইলে খুব সহজেই এই ধরনের হত্যাকান্ড বন্ধ করতে পারে। বিশ্বের অধিকাংশ সভ্য দেশেই কারও ধর্মকে অবমাননা করার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। বাংলাদেশেও রয়েছে। এই আইন সুষ্ঠ ভাবে প্রয়োগ করলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে।
সাধারন মানুষ যখন দেখে যে আইন থাকার পরও সে বিচার পাচ্ছে না তখন দেয়ালে পিঠ গেলে আইন নিজের হাতে তুলে নেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.