নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

একলা দুপুর......

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯



একলা দুপুর..........



.......একবার কথা হয়, তো অনেকদিন কাটিয়া যায়।

বহুদিন পর আবার কথা হয়, দীর্ঘশ্বাসের বিনিময় হয়।

মুঠোফোনের অপরপ্রান্ত হইতে ফোৎ ফোৎ নাক টানিবার

শব্দ ভাসিয়া আসে। বুঝিতে পারি, অশ্রু বিষর্জন চলিতেছে।

বুকের ভেতরটা হু হু করিয়া উঠে। মন চায়, বাতাসের সহিত মিশিয়া মুহূর্তেই

তাহার পানে ছুটিয়া যাই।

আলতো করিয়া অধোর দিয়া চাপিয়া ধরিয়া সমস্ত অশ্রুজল চুষিয়া নেই।

কানের কাছে মুখ নিয়া ফিস ফিস করিয়া বলি, এইভাবে কাঁদিও না। কাঁদিলে

বুকের শিরাগুলো টনটন করিয়া উঠিয়া বিচ্ছিন্ন হইবার উপক্রম হয় আমার।

আমি তো তোমারই রহিয়াছি আজও, থাকিবোও চিরকাল।......

জানি, বিশ্বাস হইবে না তোমার। না হোক, তবুও জানিয়া রাখিও, এই আমি

আজও রহিয়াছি তোমার, শুধুই তোমার...........



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.