![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
....আজ একটি বিষয় দেখে যেমন খারাপ লাগলো, ঠিক তেমনি আরেকটি বিষয় দেখে ভালো লাগায় মনটা ভরে উঠলো।
হরতাল সমর্থকরা রাজধানীর নীলক্ষেত মোড়ে নতুন একটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয়ার পর ধাউ ধাউ করে জ্বলছিল গাড়িটি।
আমরা উৎসুক জনগণ অদূরে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখছিলাম। মুহূর্তেই কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল চারদিক।
হঠাৎ চেয়ে দেখি, লুঙ্গি পরিহিত এক বীর বাঙালি মালকোচা মেরে পানিভর্তি বালতি নিয়ে প্রাণপনে ছুটে চলেছেন জ্বলন্ত গাড়িটির দিকে। সকল ডর-ভয়ের পাশ কাটিয়ে একের পর এক বালতি ভর্তি পানি এনে ভিজিয়ে দিচ্ছেন গাড়িটিকে। তার সাথে পানি ভর্তি মগ নিয়ে ছুটে এলো আরেক কিশোর। তাদের দুজনের প্রাণপন লড়াইয়ের কাছে এক সময় হেরে গেল আগুন।
.......এই তো আমার বাংলাদেশ। একদলের কাজ আগুন লাগানো। যারা আগুন লাগিয়ে আনন্দপায়। আরেকদলের কাজ জীবন বাজি রেখে তা নিভানো: যারা নিভিয়েই আনন্দ পায়।
©somewhere in net ltd.