নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আজ ক'দিন হলো টিভিতে সংবাদ টংবাদ দেখা হয় না আমার।

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

-আজ ক'দিন হলো টিভিতে সংবাদ টংবাদ দেখা হয় না আমার।

সকালে বের হবার সময় টিভি রুমে ঢুকে দেখি, মা বসে মনযোগ সহকারে স্টার-জলসায় আগের দিনের দেখা সিরিয়াল আবার পুনঃপ্রচার দেখছেন।

অম্লান বদনে বেড়িয়ে এসে ড্রইং রুমের দিকে হাঁটি।

সেখানে গিয়ে দেখি, ছোট বোন সোফায় হেলান দিয়ে বসে আগের দিনের ড্যান্স বাংলা ড্যান্স- এর পুনঃ প্রচার দেখছে।

সন্ধ্যার পর টিভি রুমে গিয়ে দেখি, ছেলেকে খাবার খাওয়ানো হচ্ছে। টিভিতে কার্টুন নেটওয়ার্ক চলছে। এক বছরের ছেলে আমার, কার্টুন দেখা ছাড়া খাবার গিলে না!

ছেলেকে আদর দিয়ে রুম থেকে বেরিয়ে ড্রইং রুমের দরজাটা একটু ফাঁক করে দেখি, বাবা বসে পিচ টিভি দেখছেন। রাত বারোটার আগে তাঁর উঠার লক্ষণ নেই।



রাত আটটার দিকে টিভি রুমে ঢুকে দেখি, মা আর কাজের মেয়ে একসাথে গালের নিচে হাত দিয়ে বসে জি-বাংলায় সিরিয়াল দেখছেন। কাহানির জটিলতায় দুজনই বড় চিন্তিত!

পাশের রুমে আমার বউ ছেলেকে ঘুম পারাচ্ছে।

মা আর কাজের মেয়ে বিদায় নেয়ার পর, রাত দশটার সংবাদ দেখবো বলে রিমোট হাতে নিতেই, ছেলেকে ঘুমন্ত রেখে বউ এসে ছোবল মেরে হাত থেকে রিমোট কেড়ে স্টারপ্লাস-এ দেয়। তার প্রিয় সিরিয়াল শুরু হয়ে গেছে-

আমি নিরূপায় হয়ে উঠে গিয়ে ছেলের পাশে শুয়ে পড়ি।



রাত ১টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে, বিড়ালের মতো নিঃশব্দে টিভি রুমের দিকে হেঁটে যাই আমি। একদিন সংবাদ না দেখলে খাবার হজম হয় না আমার।

আনন্দ চিত্তে টিভি রুমে গিয়ে বসতেই ছায়ামূর্তির মতো বউ এসে টিভির সুইচ বন্ধ করে দিয়ে বলে- ' তোমার এত্ত বড় সাহস! রাত ১টা বাজে টিভি দেখতে বসছ?' - বলে হাত ধরে টানতে টানতে পুনরায় শোবার ঘরে নিয়ে চলে আমায় ..../:).













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.