![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
.....আজ অনেকদিন পর প্রথম আলোর ফটো সাংবাদিক সাজিদ হোসেন ভাইর সাথে টি এস সি তে দেখা। প্রথমে জানতে চাইলেন, পত্রিকায় কাজ ছাড়ার পর এখন কী করছি। বললাম, ব্যবসা করছি।
'লেখা-লেখিটা ছাইড়েন না কিন্তু।' খানিকটা জোর দিয়েই বললেন সাজিদ ভাই।
ক্ষণিকের জন্য আনমনা হয়ে গেলাম আমি। বুকের ভেতরটা হু হু করে উঠলো।
.........লেখা লেখি তো ছাড়তে চাই না সাজিদ ভাই, লেখা লেখিই বোধ হয় আমাকে ছেড়ে যাচ্ছে।
খাতা-কলম নিয়ে বসলে, কলমের নিপ দিয়ে কালি বেরুনোর বদলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
ভাবতে অবাক লাগে, হায়, এই আমিই একসময় শব্দের পর শব্দ গেঁথে অনায়েসেই কতো মালা তৈরী করেছি। আর এখন শব্দের মালা গাঁথতে গেলে শুধু শব্দজটই তৈরী হয়! ...........
©somewhere in net ltd.