![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বছর কতেক আগে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যখন ইত্তেফাকে বড় বড় ফিচার লিখলাম, সম্পাদক সাহেবের নির্দেশ ছিল এটা জামাত-শিবিরের আন্দোলন। সুতরাং লেখা সেভাবেই হাইলাইট হবে। আমি লিখলামও সেভাবে। একই কাজ করলো প্রথম আলো। প্রথম আলোর তখনকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বন্ধু আনু আনোয়ার-এর প্রতিবেদন পড়ার পর পরের দিন তাকে জিজ্ঞেস করে জানলাম, তার সম্পাদকেরও একই নির্দেশ ছিল...।
........অথচ আমি নিজেই সেই কোটা-বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার মতে, কোটা বর্তমানে একটি ক্যানসারের নাম। অচিরেই এই ক্যানসারের চিকিৎসা প্রয়োজন, অন্যথায় দেশের কি হবে, সেটা সহজেই অনুমেয়।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।