![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
ইফতারিতে বেগুনির সাইজ খানিকটা ছোট এবং স্বাদের ভিন্নতা দেখে বউকে জিজ্ঞেস করলাম, বেগুনিটা খাইতে জানি কেমন কেমন লাগছে, একটু পোতানো পোতানে, আগে তো এমন লাগে নাই। ঘটনাটা কি?
বউ ও তার পাশে দাঁড়ানো কাজের মেয়ে দুজনই মিটি মিটি হাসছে।
"কি ব্যাপার তোমরা হাসছ ক্যান, হাসির কী হইল?"
কাজের মেয়ে বলল, "ভাইয়া, এইডা পোটলের বাইগুনি। বাসায় বাইগুন নাই তো তাই পোটল দিয়া বাইগুনি বানাইছি।"
বলিস কিরে! আমি আরেকটা বাইগুনি নিয়ে মুখে পুড়লাম। ওদের বুদ্ধি দেখে মনে মনে খানিকটা পুলক অনুভক করলাম। যাক বাবা, এতদিনে বেগুনের প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল। শালার বেগুন, এতদিন একা একা খালি মাঠে গোল দিতেছিল। এইবার ঠ্যালা সামলাও।
২| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।
৩| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মাথা_নষ্ট বলেছেন: একাই খাইলেন
৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২
বাঁশ বৃক্ষ বলেছেন: আপনের বাসায় দাওয়াত খাইতে মুন চায়!
৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২
ল্যাটিচুড বলেছেন: শালার বেগুন, এতদিন একা একা খালি মাঠে গোল দিতেছিল। এইবার ঠ্যালা সামলাও।
৬| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সবাইকে পটলের বাইগুনি খাওয়ার দাওয়াত রইল।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপনার বৌ-এর যুগান্তকারী আবিষ্কারে অনেক অনেক অভিনন্দন!!! পটল জিন্দাবাদ! বেগুনের বাহাদুরী নিপাত যাক...।