| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবিবুর রহমান জুয়েল
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
"ছার.... দুইডা ট্যাকা দেন ছার......। ঈদের জামা কিনমু, দুইডা ট্যাকা দেন ছার.....। দুইডা ট্যাকা দেন।"
-কি নাম তোর?
-শুক্কুর আলী ছার.....দুইডা ট্যাকা দেন ছার....
-বাপ কী করে?
-বাপ নাই ছার....। আরেকটা বিয়া কইরা গেছে গা। দুইডা ট্যাকা দেন ছার......
-মা?
-মায় বাসায় কাম করে, দুইডা ট্যাকা দেন ছার......
- তোর বড় কোনো ভাই বোন নাই?
- জে না... আমিই বড় ছুডো একটা বুইন আছে, আমরা দুই জনই বেরাক ইশকুলে পড়ি। অয় টু এ আর আমি ওয়ানে- আমার বরতি অইতে এক বছর দেরি অইয়া গেছে গা। দুইডা ট্যাকা দেন না ছার, ঈদের জামা কিনমু ছার......
- কী জামা কিনবি?
- একটা গেঞ্জি কিনমু......
-শুধু গেঞ্জি-ই কিনবি?
- জে....
- আচ্ছা চল আমার সাথে।
- কই যামু?
-চল তারপর দেখবি।
আমার সাথে ছিল ছোট ভাই শফি আলম সজিব, আমরা দুজন শুক্কর আলীকে নিকটস্থ মার্কেটে নিয়ে গেলাম। একটি জিন্স প্যান্ট আর তার পছন্দ মতো একটি গেন্জি নিলাম।
নতুন পোশাকের প্যাকেটটি হাতে নিয়ে আনন্দ ধরে না শুক্কর আলীর চোখে মুখে। সে ভাষাহীন ছল ছল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে।
আমার বুকের ভেতর থেকে গভীর এক দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো। এই সমাজে অনেকই আছেন যাদের ঈদ বাজেট দশ, বিশ, পঞ্চাশ হাজারের উপরে, অনেকেই আছেন যাদের বাজেট লাখ টাকার উপরে।
আমরা প্রতিটি পরিবার যদি আমাদের ঈদ বাজেট যাই থাকুক না কেন, তা থেকে সামান্যতমও একজন পথ শিশু শুক্কুর আলী কিংবা তার ছোট বোনের জন্য রাখি, তবে শত ভাগ নিশ্চিত করে বলতে পারি যে, আমাদের প্রত্যেকেরই ঈদের আনন্দ বেড়ে যাবে আরও বহু গুণ।
কেন না, ঈদ মানেই তো আনন্দ ভাগাভাগি!...............
২|
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
বোকামন বলেছেন:
সুন্দর বলেছেন। ভালো লাগলো।।
ঈদ মানেই তো আনন্দ ভাগাভাগি!...............
“+”
৩|
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ
৪|
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২
বংশী নদীর পাড়ে বলেছেন: সবার জন্য উৎসর্গঃ-
প্রেম প্রেমের মতো..নূরের বাতি ঝ্লক দেয় হৃদয় কোণে....
৫|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
আমি মাসুদ বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
ঈদ শুভেচ্ছা