নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বগলতলে পশম

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

চেক পোস্ট পুলিশ আমার পুরা বডি চেক করতে যাইয়া চরম বিরক্তির সহিত বলিলেন, "কী ব্যাপার অমন মোড়া মোড়ি করতাছেন ক্যান? মোড়া মোড়ি করতাছেন ক্যান?"

"ভাই, আমার কাতুকুতু একটু বেশি।"

"দুই হাত উপরে তোলেন। দুই হাত উপরে তোলেন।"

আমি খিচ মাইরা দাঁড়ায়া আছি।

পুলিশ সাহেব ধমক দিয়া বলিলেন, " কী ব্যাপার খিচ মাইরা দাড়ায়া আছেন ক্যান? দুই হাত উপরে তোলেন, আপনার বগলতল চেক করবো।"

" জ্বি, আমার কাতুকুতু একটু বেশি। বগলতলে হাত দেওয়া বিপদ জনক।"

" কাতুকুতু বেশি, না-কি বগলতলে কিছু আছে? সত্যি কইরা কন আপনার বগলতলে কী? সত্যি কইরা কন কইতাছি।"

" জ্বি, বগলতলে পশম।"

"মিয়া মশকারা করেন? মশকারা করেন পুলিশের লগে?

"জ্বি না, মশকারা করছি না।"

আপনার হাতের শপিং ব্যাগে কী?"

" জ্বি, পায়খানা।"

"পায়খানা!"

"জ্বি, আমার ছেলের পায়খানা, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে নিতাছি।"

"চলেন বক্সের ভিতরে চলেন, স্যার আপনার সাথে কথা বলবে।"

"কোন স্যার?"

"দারোগা স্যার।"

"অ"



পুলিশ সাহেব আমাকে দারোগা স্যারের সামনে নিয়া হাজির করিলেন-

"স্যার, এই লোকটার দুই হাত উপরে তুলতে বলেছি, তোলে নাই- জিজ্ঞেস করলাম, বগল তলে কী? আমারে জবাব দিল- বগলতলে পশম। আবার জিজ্ঞেস করলাম- হাতের শপিং ব্যাগে কী? বলল, পায়খানা, মানে 'গু'! কেমন হারামি দ্যাখেন?"

দারোগা স্যার আমাকে উদ্দেশ করে বললেন, " কি মিয়া ঘটনা সত্য নি?"

"জ্বি সত্য।"

"শালা বহুত হারামি, অর প্যান্ট খুলে চেক করেন।" পুলিশ সাহেবকে উদ্দেশ করে বললেন দারোগা স্যার।

আমি অনুনয় করে বললাম, " স্যার, এই কাজটা না করলে হয় না?"

"বেশি কথা বললে, লাথি মাইরা পাছার আড্ডি ভাইঙ্গা লামু।"

"তাই করেন স্যার, আমার পাছার আড্ডি ভাইঙ্গা দেন। কেননা-"

"কেন না কি?"

"স্যার, শরমের কথা।

"কি শরমের কথা?"

" আমার নিচে আন্ডার ওয়্যার নাই। "

"আপনার মতো বজ্জাত লোক আইজ পর্যন্ত এই চেক পোস্টে ধরা পরে নাই। আপনার হাড়ে হাড়ে বজ্জাতি। এই মুহূর্তে আমার চোখের সামনে থেইকা পালান। নাইলে-"

আমি সুযোগ পাইয়া পড়ি-মরি কইরা মারলাম এক দৌড়। পনের ষোল গজ সামনে আগাইতেই উষ্টা খাইয়া ছয় হাত দূরে যাইয়া পড়লাম।

পিছনে ফিইরা দেখি, আমার উষ্টা খাওয়া দেইখা, দারোগা স্যার ও পুলিশ সাহেব দাঁত কেলাইয়া হাসিতেছেন.....আর হাসিতেছেন.....................

আমি উইঠা খোড়াইয়া খোড়াই আবার দৌড় লাগাইলাম-

বিদ্রঃ এখনও সেই দৌড়ের উপরই আছি।

:((

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

আহলান বলেছেন: হা হা প গে ...

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা... =p~ =p~ =p~ =p~

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

রাজা খায় গাজা বলেছেন: হা হা হা...... ভাই প্রচুর হাসলাম.........

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! শুরুটা বেশ দারুন ছিল।!!!

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মামুন রশিদ বলেছেন: =p~

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: মজা পেলাম।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

হেডস্যার বলেছেন:
=p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.