| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবিবুর রহমান জুয়েল
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
মন উড়ু উড়ু করার বয়স তো সেই কবেই শেষ-
তবু , এখনও মাঝে মাঝে কেন মনটা আমার চিল পাখির মতো ডানা মেলে উড়তে চায়,
ছুঁতে চায় ঐ নীলা আকাশ,
ছুঁতে চায় দূর দীগন্ত,
শরতের সাদা মেঘের ভেলা হয়ে ভাসতে ভাসতে অজানা কোনো পাহাড়ের বুকে আছড়ে পড়ে, বৃষ্টি হয়ে ঝড়তে চায়।
মন আঁকুপাঁকু করার বয়স তো সেই কবেই শেষ-
তবুও মনটা কেন এখনও মাঝে মাঝে আঁকুপাঁকু করে,
খানিক বাদে বাদে বুকের ভিতরটা চিলিক মেরে উঠে,
কিছুই বোধগম্য হয় না আমার। কিছুই না............
©somewhere in net ltd.