নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

'মন' আর 'ভগবান' একই জিনিস যেমন এক 'জল' আর 'পানি'

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

-বলি, হরিপদ, আরে ও হরিপদ- গেলি কই? গেলি কই তুই?

-আজ্গে দাদা, এই তো আমি এখানে। এখানেই আছি। আপনার নিঃশ্বাসের অতি কাছে।

-ও আছিস তবে।

-জ্বি দাদা আছি।

-আচ্ছা, একটা প্রশ্নের জবাব দে তো দেখি হরিপদ?

-আজ্ঞে কী প্রশ্ন দাদা?

-আমি অনেকদিন ধরে প্রশ্নটা নিয়ে ভাবছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না।

-আজ্ঞে কী প্রশ্ন দাদা?

-এই ধর 'মন'- এই 'মন' টা কী রে হরিপদ?

- কোন 'মন' দাদা?

-আরে নালায়েক 'মন' মানুষের 'মন'।

-বড় কঠিন প্রশ্ন করেছেন দাদা। বড়ই কঠিন প্রশ্ন। ভগবান ছাড়া এর উত্তর কেউই দেবার পারবে না নি। তয়, তয়-

-তয় কি রে গাধা?

-আমার কি মনে হয় জানেন দাদা, 'মন' হচ্ছে 'ভগবান' আর, আর-

-আর, আর কী রে গাধা?

-আর 'ভগবান' হচ্ছে 'মন' দাদা - 'মন' আর 'ভগবান' দুটা একই জিনিস দাদা, যেমন এক 'জল' আর 'পানি'।



হরিপদের জবাব শুনিয়া, আমি বিস্মিত হইলাম, এবং গভীর অতি গভীর এক দীর্ঘশ্বাস ছাড়িলাম।

আমার চোখের পাতা ভারি হইয়া আসিল..................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.