নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

শালার টাকা...........

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

আমার বউ আমাকে প্রায়ই বলে, ছোট্ট একটা জীবনে এতো টাকা দিয়ে কী হবে? এ বয়সে আমি এত লোড নিচ্ছি কেন? কেন আমি আমার নিজের প্রতি কোনো খেয়াল নিচ্ছি না? কেন সকালের নাস্তা খাবার কথা আমার মনে থাকে না? কেন দুপুরের খাবার সন্ধ্যা ৬টার দিকে খাই। কেন রাত ১টা দেড়টায় বাসায় ফিরি? কেন ভোর সাতটা আটটায় তাদেরকে ঘুমে রেখেই বের হয়ে ফ্যাক্টরিতে যাই? কেন সকালে গোসল করলে দেরি হয়ে যাবে বলে, প্রায়ই রাতে গোসল সেরে রাখি। কেন ঈদের দিনও আমি ফ্যাক্টরি ভিজিট করি। ইত্যাদি ইত্যাদি।

আমি তাকে ১৯৯৩ সালের একটি গল্প শুনাই।

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছি। দুপুরে আমার বন্ধুরা হোটেলে বসে ভাত খাচ্ছে , আমি চেয়ে চেয়ে তা দেখেছি। প্রচণ্ড ক্ষুধায় চোখে জ্বল চলে এসেছিল, কিন্তু টাকার অভাবে 'ভাত' খেতে পারি নি।

পঞ্চাশ পয়সা বাস ভাড়া মারার জন্য কতো তালবাহানা করেছি। কন্ট্রাক্টরের চোখ এড়াবার জন্য একবার বাসের এই মাথায়, আরেকবার ঐ মাথায় গিয়েছি।

আর আজ, প্রায় হাজার খানেক পরিবারের 'ভাতে'র ব্যবস্থা আমার বাবা করেছেন।

আমার জন্য রয়েছে আলাদা গাড়ি ও ড্রাইভার।

আমরা বছরে যে পরিমান ট্যাক্স দেই- তাতে প্রায় ১০০ জন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার ১মাসের বেতন হয়।

বাংলাদেশ ব্যাংকে ডলারের যে রিজার্ভ রয়েছে, তাতে সামান্য অবদান আমাদের বাপ-ছেলেরও রয়েছে।



আমার কথা শুনে সে কেঁদে ফেলে।

জানালার গ্রিল ধরে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার চোখ জোড়াও ভিজে উঠে।













মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

শামস্‌ মো: জিয়াউল হক বলেছেন: ??????????????????????????????????????????????????????????????????????????

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

শামস্‌ মো: জিয়াউল হক বলেছেন: ??????????????????????????????????????????????????????????????????????????

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

ভুদাই আমি বলেছেন: ভাই, যে অতীত আজ আপনার কাছে গল্প আমার কাছে আজ তা চরম সত্য।


ধার চাইতে পারি এই ভেবে বন্ধুরাও কাছে ভিরতে চাইনা। আমি এইরকম ভাবে বেচে আছি।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

মহসিন৭১ বলেছেন: হুম

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

শূন্য পথিক বলেছেন: চিন্তিত :-< :-< :-<

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

নূর আদনান বলেছেন: হুম শালার টাকা... টাকার জন্য মানুষকে কত কিছুই না করতে হয় আর কত কিছুই না সইতে হয়

শালার টাকা........

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: টাকা রুজি করে আবার অমানুষ হয়ে যাবেন না! আমি দেশের ৭ টা বড় কোম্পানীতে চাকুরী করেছি, মালিকদের সাথেই! আমার কাছে সবাইকে চরম অমানুষ মনে হয়েছে!

ভয়ে এখন আর চাকুরী খুঁজিও না। মনে হয় টাকা ছাড়া মরে গেলেও ভাল!

বিবাহ না করলে, এমনি এই জীবন কাটিয়ে দিতাম!

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

তারেক হিমু বলেছেন: কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি নে...!!! /:) :-<

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

হৃদয় রিয়াজ বলেছেন: #রেসপেক্ট ভাই। ভাল লাগল পড়ে। ইন্সপায়ারিং...।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

মদন বলেছেন: যদি নিজের জীবনের কাহিনী হয় তাহলে বলবো ভুল করেন না, অতীতে টাকার কারনে যত কষ্টই থাকুক, টাকার পেছনে সময় দিতে গিয়ে স্ত্রী সন্তানের সময় খেয়ে ফেলেন না। এক সময় এটিও আরেক কষ্টের কারন হতে পারে।

শুভ কামনা।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

পরোবাশি২০১৩ বলেছেন: Earn double the what you need and try to enjoy life and family.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.