![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
সকালে ঘুম থেকে ওঠেই টিএন্ডটি নাম্বার হতে একটি ফোন পেলাম।
"হ্যালো আসছালামু আলাইকুম"
"অলাইকুম সালাম- আপনি কি হাবিবুর রহমান জুয়েল বলছেন?"
"জি বলছি, আপনি?"
"আমি 'প্রথম আলো' থেকে ইমরুল কায়েস বলছি।"
"ও আচ্ছা, চিনতে পেরেছি, জি বলুন।"
"আগামীকাল 'বন্ধুসভা' পাতায় আপনার একটা লেখা ছাপা হবে।"
আমি ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলাম। কলটা কি ভুল করে চলে আসলো কি-না কে জানে, কেন না প্রথম আলোতে এ যাবত কোনো লেখা পাঠিয়েছি বলে তো মনে পড়ছে না।
"ভাই, আমি আপনাদের কোনো লেখা পাঠিয়েছি বলে তো মনে পড়ছে না।" কায়েস ভাইকে বললাম আমি।
"আমরা বন্ধুসভা-ব্লগ থেকে 'ভীতুর ডিম' নামক আপনার একটি লেখা পত্রিকায় ছাপানোর জন্য সিলেক্ট করেছি।" বললেন কায়েস ভাই।
"ও আচ্ছা, জি জি মনে পড়েছে, অনেকদিন আগে এ নামে রম্য-টাইপ ছোট্ট একটি লেখা লিখেছিলাম বন্ধুসভা-ব্লগে"
"আমাদের নিয়মিত লেখা পাঠাবেন, আর বন্ধুসভা ব্লগেও নিয়মিত লিখবেন। আপনার লেখার হাত ভালো, লেখা-লেখিটা চালিয়ে যাবেন।"
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। গভীর দীর্ঘশ্বাস।
"জি আচ্ছা, ফোন করার জন্য ধন্যবাদ।"
ফোন রেখে এসি বন্ধ করে জানালার গ্লাস খুললাম।
কয়েকটি মরা কাঁশফুল বাতাসের ঝাঁপটায় মুখের উপর এসে পড়ল।
বাহিরে ঝলমলে রোদ। উত্তর আকাশে ছিন্ন তুলার মতো ভেসে বেড়াচেছ শরতের সাদা মেঘের ভেলা।
খুব নিকটেই, ডিশ-লাইনের অর্ধ-ঝুলন্ত তারের উপর নিঃসঙ্গ একাকী বসে আছে একটি ভাত-শালিক।
বহুদিন পর ভাত-শালিক চোখে পড়ল। সেই কবে দেখেছি, মনে নেই। দেখে থাকলেও ব্যস্ততার ভিড়ে হয়তো বা আজকের মতো এতটা নজরে আসে নি।
জানালার গ্রিলে আলতো করে কপালটা ঠেকালাম। মহূর্তেই পোড়া চোখ দুটি জলে ভরে এলো। কয়েক সেকেন্ড পড়েই তা মটর দানার মতো নাকের পাশ বেয়ে থুতনির নিচ অবধি চলে এলো। ....আমি কাঁদছি। অজর ধারায় কাঁদছি।
.........প্রিয় ইমরুল কায়েস, প্রিয় কায়েস ভাই, আমাকে পুনরায় লিখতে অনুপ্রাণিত করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
দি সুফি বলেছেন: কাদলেন কেলা?? :-& :-&
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমি লেখা লেখি ছেড়ে দিয়েছিলাম বলে দি সুফি
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
স্তব্ধতা' বলেছেন: ''অজর" কি জিনিস?
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: স্তব্ধতা, হবে 'অঝর' লিখতে গিয়ে কী-বোর্ডের শিপ্ট চাপ পড়েনি।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কাঁদলেন কেন ?