নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মুরগি তো দেখছি মাশাল্লা গায় গতরে বেশ হইছে

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

"অই তুমি কই?" বাসা থেকে বউ এর ফোন।

"আমি একটু ক্যাম্পাসে ঘুরতে আসছি।"

" রাত্রি বেলা ক্যাম্পাসে কি? ঘুইরা ঘুইরা প্রেম করতাছ- না?"

" আরে না, কি বল এইসব ফালতু কথা? তোমার মুখে আর কোনো কথা নাই নাকি?"

"ও সত্য কথা বললেই ফালতু কথা হয়- না? তোমার পাশ থেকে মেয়ের কণ্ঠ শুনা যাচ্ছে, সত্যি কথা বল তোমার পাশে কে? একদম মিথ্যা বলবা না।"

"হিজড়া।"

"হিজড়া! হিজড়ার সাথে এত রাতে তুমি কি করতাছ?"

"আমার কাছে টাকা চায়।"

"তোমার কাছে টাকা চায়! কিসের টাকা চায়?"

"সিঙ্গার খাবার টাকা চায়।"

"এত মানুষ থাকতে তোমার কাছে টাকা চায় কেন?"

"আমাকে তার পছন্দ হয়েছে।"

"কি! কি বললা?"

আমি ফোন কেটে দিলাম।

...................................

"অই তুমি কই?"

"আমি একটু বাজারে আসছি।"

"তোমার পাশে কে?"

"পাশে তো অনেক লোক।"

"মেয়ে মানুষের কণ্ঠ শুনা যাইতাছে। ঠিক কইরা কও তুমি কই?"

"ও আচ্ছ। তরকারির দোকানের সামনে আছি, মহিলা দোকানদার।"

"মহিলা দোকানদারের সাথে অত কথা কিসের?"

"তরকারি কিনলে দর-দাম করতে হইব না?"

"তরকারির দরদাম কর, না-কি অন্য কিছু?"

"বাজে কথা বইলো না।"

"ও আমি শুধু বাজে কথা বলি না? আচ্ছা তোমার অই মহিলা দোকানদারের বয়স কত বল তো?"

"১৮/১৯ হবে হয় তো, আহা বেচারি! দেখলে তোমার খুব মায়া হবে। গায়ে গতরে বেশ।"

"কি!"

আমি ফোন কেটে দিলাম।

.....................................

"অই তুমি কই?"

"আমি নিউ মার্কেট।"

"নিউ মার্কেট! আমাকে রেখে কাকে নিয়ে তুমি নিউ মার্কেট গেছ শুনি? এখন তাহলে গোপনে গোপনে নিউমার্কেট যাও-না? আমি তোমার সবকিছু বুঝি।"

"কি বলছ এসব, আমি নিউমার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। জ্যামে নিউমার্কেটের সামনে আটকে আছি।"

"তোমার পাশ থেকে মেয়ের কণ্ঠ আসছে, কার সাথে কথা বলছ তুমি?

" ও আচ্ছা। ভিক্ষুক।"

"ভিক্ষুক!"

"হু মহিলা ভিক্ষুক। ২০/২১ বছরের মহিলা ভিক্ষা করছে। গায়ে গতরে বেশ, তারপরও ভিক্ষা করছে।"

"গা গতরও দেখে ফেলেছ?"

আমি ফোন কেটে দিলাম।

..................................

"অই তুমি কই?"

" আমি ছাদে।"

"এত রাতে ছাদে কি করতাছ?"

"মুরগি দেখতে আসছি।"

"এত রাতে তুমি মুরগি দেখতে গেছ?"

"হু, শুনলাম মুরগি না-কি ঝিমাইতাছে, তাই একটু দেখতে আসছি।"

"তো কেমন দেখলা?"

"মুরগি তো দেখছি মাশাল্লা গায় গতরে বেশ হইছে।"

"তুমি কি মুরগি দেখতে গেছ, নাকি মুরগির লগে প্রেম করতে গেছ?"

"ছি ছি কি বলছ এইসব। শেষ পর্যন্ত মুরগি নিয়েও তোমার সন্দেহ!"

"এক্ষুণি তুমি নিচে নেমে এস, না হলে তোমার গায়ে গতরে আমি আগুন লাগিয়ে দিবো আজ।"



"আসতাছি আসতাছি, এক্ষুণি আসতাছি................."



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

লিংকন১১৫ বলেছেন: :-P :) :D B-)
ও খোদা মোক তুইলে নাও :) :D B-) ;) :-P
অনেক মজা পেলাম

শেষ পর্যন্ত মুরগি নিয়েও তোমার সন্দেহ :) :D B-) :-P :-P =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.