নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আসুন মজা লুটা বন্ধ করি.......

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

৬ফুট লম্বা দীর্ঘদেহী ভদ্রলোক গাড়ি ঠেলছেন।

শরীরের সমস্ত শক্তি দিয়ে দাঁত-মুখ খিচে হঠাৎ বিকল হয়ে যাওয়া সাদা রংয়ের একটি প্রাইভেটকার ঠেলে সামনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

গুলশান-২ ডিসিসি মার্কেট কারপার্কিং-এ বিকল হয়ে যাওয়া এই গাড়ির পেছনে আটকে পড়া গোটা দশেক গাড়ি-চালক একের পর এক হর্ন বাজিয়ে চলছেন।

হর্নের পোঁ পোঁ শব্দে পুরো এলাকা প্রকম্পিত হতে লাগল।

বিকল হয়ে যাওয়া গাড়ির কয়েকটি গাড়ি পিছনেই আমার গাড়ি। মিনিট কয়েক দেখার পর গাড়ি থেকে নেমে দীর্ঘদেহী ভদ্রলোকের সাথে আমিও হাত লাগালাম।

তিনি ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকিয়ে ওয়েলকাম মার্কা একখান মুচকি হাসি দিলেন।

আমরা দু'জন দাঁত-মুখ খিচে গাড়ি ঠেলছি-আশপাশের লোকজন তাকিয়ে তাকিয়ে তা দেখছে আর মজা লুটছে।



একটু একটু করে বিকল গাড়ির চাকা এগিয়ে চলল।

আমাদের দু'জনের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে বিকল গাড়িটির চালক সামনে সরে গিয়ে গাড়িটি সাইড করে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সক্ষম হলেন।



বিকল গাড়ি সাইড হতেই দীর্ঘকায় ভদ্রলোক পিছনে দৌড়ে তাঁর আটকে পড়া পাজেরো জিপে গিয়ে উঠলেন।

যাবার আগে আমার পিঠে হালকা চাপড় মেরে বললেন, ‌'ওয়েল ডান'।

আমি হা-করে কিছু সময় তাকিয়ে রইলাম।

আমার ধারণা ছিল, বিকল হওয়া গাড়িটি বোধহয় তার।

আমার ধারণা ভুল প্রমাণিত হলো। গাড়িটি তার নয়। তিনি বিকল গাড়িটি সরিয়ে তাঁর পথ ক্লিয়ার করতে এসেছেন।



তামাটে গায়ের রং আর সোনালি চুলের অধিকারী অ-বাঙালি ভদ্রলোক আমাদের একটা বিষয় বুঝিয়ে দিয়ে গেলেন যে, আমরা বাঙালি জাতি বিকল আর জঞ্জাল সামনে রেখে পিছনে দাঁড়িয়ে শুধু পোঁ পোঁ হর্ন বাজাতেই জানি- কিভাবে জঞ্জাল সরিয়ে পথ ক্লিয়ার করতে হয়, সে বিষয়টি আমাদের জানা নেই।

আর কেউ যদি দায়িত্ব নিয়ে সেই জঞ্জাল সরিয়ে পথ ক্লিয়ার করতে এগিয়েও আসে, আমরা পাশে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে শুধু মজা লুটি।



....সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আসুন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক হর্ন না বাজিয়ে, পাশে দাঁড়িয়ে মজা না লুটে সবাই মিলে হাত লাগাই।

আমি গেরান্টি দিয়ে বলছি, জঞ্জাল আর বিকল মুক্ত দেশ গড়তে হয়তো বেশি দিন সময় লাগবে না আমাদের।..........একবার আসুন না প্লিজ।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

রাহুল বলেছেন: আমরা বাঙালি জাতি বিকল আর জঞ্জাল সামনে রেখে পিছনে দাঁড়িয়ে শুধু পোঁ পোঁ হর্ন বাজাতেই জানি- কিভাবে জঞ্জাল সরিয়ে পথ ক্লিয়ার করতে হয়, সে বিষয়টি আমাদের জানা নেই।
আর কেউ যদি দায়িত্ব নিয়ে সেই জঞ্জাল সরিয়ে পথ ক্লিয়ার করতে এগিয়েও আসে, আমরা পাশে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে শুধু মজা লুটি


অসাধারন কথাগুলো,সহমত।

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

িটউব লাইট বলেছেন: একটাই সমস্যা পাছে লোকে কিছু বলে।

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ঠিক বলেছেন, পাছে লোকে কিছু বলে ....

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

িটউব লাইট বলেছেন: ফেবুতে নিয়া গেলুম। মাফ করবেন।

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

আমাবর্ষার চাঁদ বলেছেন: অসাধারন............

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

শুঁটকি মাছ বলেছেন: খুবই ভাল লাগল।আসলেই এইসব ব্যাপার নিয়ে আমরা কেন যেন অযাচিত আনন্দ করি।হয়তো, আনন্দ কোথায় করতে হয় আর করতে হয়না-এই ব্যাপারটা নিয়ে আমাদের জ্ঞানই কম!

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ........

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১

মামুinসামু বলেছেন: ওয়েল ডান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.