![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
.....তিন দিনের রিমান্ড শেষে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে ওকে।
কারাগারের অন্ধকার কক্ষে আপনজন ছাড়া কেমন কাটছে ওর দিনগুলো?
-এই প্রশ্নের উত্তর আমার জানা নেই।
জানি, এর উত্তর আমাদের কারও জানা নেই। জানা নেই সেই সব রাজনৈতিক নেতাদেরও- যারা তাকে হরতালে জীবন বাজি রেখে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল মারতে রাজপথে নামিয়ে ছিল। জানা নেই, কারও জানা নেই।
কথা ছিল, কিছু হলে নেতারা সব ''ডিল'' করবেন। সব বুঝবেন।
....আজ কোথায় সেই নেতারা? কই, কেউই তো "ডিল" করতে আসেন না। কেউই তো বুঝতে আসেন না।
- নেই কেউ নেই। আজ ওর পাশে কেউ নেই।
১৫/১৬ বছরের ছোট ভাইয়ের কারাগারে জীবন-যাপনের কথা বলতে গিয়ে একপ্রকার কেঁদেই ফেলল বড় ভাই।
আমি নীরব চোখে তার অশ্রুমাখা মুখের দিকে তাকিয়ে রইলাম।
হায় বিধাতা, এছাড়া কিইবা করার আছে আমার?........
©somewhere in net ltd.