নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জীবন যত ব্যথিতই থাক, কর্মযজ্ঞ চলিতেই থাকে

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

.......ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলতেই, কার্তিকের হিমেল হাওয়া এসে পুরো শরীর মন শীতল করে দিল।

ঘন কুয়াশার ফলে দৃষ্টি বেশি দূর প্রসারিত হচ্ছে না। খানিক দূরের বড় বড় দালানগুলোও আবছা আবছা দেখাচ্ছে।

সামনের রাস্তা দিয়ে দল বেঁধে হন হন করে কর্মস্থলের উদ্দেশ্যে ছুটে চলছেন একদল গার্মেন্টকর্মী।

রিক্সার টুং টাং শব্দ পাওয়া যাচ্ছে। দুয়েকটি সি এন জিও ছুটে চলার শব্দ পেলাম।

অনেকেই জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েছে।

ভালো লাগায় মনটা ভরে গেল।

মনে পড়ে গেল, কবিগুরুর চির সত্য সেই কথা -"জীবন যত ব্যথিতই থাক, কর্মযজ্ঞ চলিতেই থাকে"



দেরি না করে ঝটপট গোসল সেরে বেরিয়ে পড়লাম।

আজ সবার আগে অফিসে পৌঁছতে হবে আমাকে।

হোক না আজ হরতাল- তাতে কি, ফুটুক রাস্তায় বোমা, ফুটুক ককটেল, চলুক গুলি..........তাতে কি।

পথ তো আমাদের চলতেই হবে- দেশ তো আমাদের এগিয়ে নিতেই হবে তাই না?........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

স্বপনচারিণী বলেছেন: ঠিক বলেছেন। আমাদের তো আর হরতাল নেই, চাইওনা। চলুক এই এগিয়ে চলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.