নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কোনো একদিন.......

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

জানি, সবকিছুরই সমাধান হবে একদিন, সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে একদিন;

গ্রহণ কাটিয়ে ঝলমলে সূর্যালোকে আলোকিত হবে চারদিক একদিন-



জানি, সব জল্পনা কল্পনার ঠিকই অবসান হবে একদিন;

অশান্তির অনল নিভে শান্তির পায়রা ঠিকই আকাশে উড়বে একদিন,

মিছে আলেয়াও আলো হয়ে ধরা দিবে একদিন-



জানি, কঠিন বরফ গলে সমুদ্রে ঠিকই বিলীন হবে একদিন;

আগেকার দিনগুলির মতো সব কিছুরই সমঝোতা হবে একদিন,

ঋতুরাজ বসন্তে বউ কথাকও পাখি ঠিকই ডাকবে একদিন-



জানি, পথের ধুলার আড়ালে লুকিয়ে থাকা জামাট বাঁধা রক্তের উপর দিয়ে ফত্ ফত্ করে পতাকাবাহী গাড়ি ঠিকই চলবে একদিন;

কেউ না কেউ রাজন্যবর্গ নিয়ে রাজার আসনে ঠিকই বসবে একদিন-



শুধু শুকিয়ে যাওয়া কিছু চোখের জলের দাগ মুছবে না একদিন;

কিছু দগদগে রসালো ক্ষত শুকাবে না একদিন;

কিছু নিরাপরাধ আত্মার ফোঁফানো-কান্না বাতাসে ভেসে বেড়ানো বন্ধ হবে না একদিন-



.....আমরা বেকুব, বেকুবই থেকে যাবো চিরদিন-





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.