![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
.....একসময় তিনি কবিতা লিখতে আরম্ভ করিলেন, তার কবি হইবার খায়েশ দেখিয়া আমাদের স্বনামধন্য একজন কবি ক্ষোভ প্রকাশ করিয়া লিখিয়াছিলেন-
"জলপাই রঙের বুনো শুয়োর, সেও কবি হতে চায়"
মনে করুন, আজ বহু বছর পর সেই বুনো শুয়োর আমাদের জন্য একখান কবিতা রচিত করিয়াছেন -
লোকে আমায় পাগল বলে,
আমি বলি না-
তোমরা পাগল হইতে পারো,
আমি পাগল না।
লোকে আমায় মাতাল বলে,
আমি বলি না-
তালে মাতাল হইতে পারি,
জাতে মাতাল না।
লোকে আমায় বকরি বলে,
আমি বলি না-
পাঠা আমি হইতে পারি,
বকরি আমি না।
লোকে আমায় কিলার বলে,
আমি বলি না-
লেডি কিলার হইতে পারি,
অন্য কিলার না।
লোকে আমায় তেঁতুল পাতা বলে,
আমি বলি না-
ছোঁচড়া পাতা হইতে পারি
তেঁতুল পাতা না।
লোকে আমায় গর্দভ বলে,
আমি বলি না-
অশ্ব আমি হইতে পারি,
গর্দভ আমি না।
লোকে আমায় কাঁটা বলে,
আমি বলি না-
গোলাপা আমি হইতে পারি
কাঁটা আমি না।
লোকে আমায় বেইমান বলে,
আমি বলি না-
থুতুখোর আমি হইতে পারি,
বেইমান আমি না..........
(থুতু চাটিতে বসিয়া লেখা একটি কবিতা)
©somewhere in net ltd.