![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
......ক'দিন আগে ইউকে প্রবাসি ছোট ভাইকে নিয়ে টি-শার্ট কিনতে রাজধানীর আজিজ সুপার মার্কেটে গেলাম আমি। একদিন পরেই ওর ফ্লাইট।
পুরো মার্কেট ঘুরে ঘুরে বুকে "বাংলাদেশ" অঙ্কিত কয়েকটি টি-শার্ট কিনলো সে।
আমি অবাক হলাম। কারণ, কথায় কথায় দেশ ও দেশের মানুষের খুঁত খুঁজে বের করাই যার স্বভাব- সে কিনা বিদেশের মাটিতে পড়ার জন্য আজ বুকে "বাংলাদেশ" খচিত টি-শার্ট খুঁজে খুঁজে বের করেছে!
দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। সাথে আশার আলোও দেখতে পেলাম।
মুখে মুখে যাই বলুক , বুকের গহীনে প্রিয় মাতৃভূমির জন্য গোপন ভালোবাসা ঠিকই লালন করে রেখেছে সে।
এটাই হলো বাস্তবতা।....
মুখে আমরা যে যাই বলি.... অণুবীক্ষণ যন্ত্র দ্বারা খুঁজে খুঁজে দেশের যত খুঁতই বের করি- আমাদের এই প্রিয় মাতৃভূমি ......৩০লাখ শহিদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত এই প্রিয় "বাংলাদেশ"-এর জন্য আমাদের সবার বুকের গহীনেই লালিত রয়েছে "গোপন ভালোবাসা"।
......যেসব রাজনীতিবিদদের সকাল বিকাল সন্ধ্যা- উঠতে বসতে তুলো ধুনা করি আমরা..... আমি নির্দ্বিধায় বুকে হাত রেখে বলতে পারি, আমাদের সবার মতো তাদের বুকের গহীনেও ৫৬হাজার বর্গমাইলের এই প্রিয় ভূ-খণ্ড...... লাল সবুজের প্রিয় এই "বাংলদেশ" এর জন্য লালিত রয়েছে অনুরূপ ভালোবাসা ।
বাংলাদেশ ক্রিকেট দল জিতলে তারাও আনন্দে লাফিয়ে উঠেন....আবার জিততে জিততে হেরে গেলে, তাদের চোখের পাতাও ভারি হয়ে আসে।
তাহলে সমস্যাটা কোথায় ?
সমস্যা শুধু একটাই.....
মাঝে মধ্যে আমাদের রাজনীতিবিদগণ প্রিয় এই মাতৃভূমির প্রতি তাদের গোপন ভালোবাসার কথাটা 'বেমালুম' ভুলে যান। আর তাদের এই 'বেমালুম' ভুলে যাওয়াটাই আমাদের জন্য 'কাল' হয়ে দাঁড়ায়...............
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
নতুন বলেছেন: দেশের বাইরে থাকলে দেশের মম` বোঝা যায়...
সবার কেমন লাগে জানি না... কিন্তু কিছুদিন আগে এক অনুস্ঠানে গিয়েছিলাম...
সবাই মিলে দাড়িয়ে জাতীয় সংঙ্গীত গাইবার সময় চোখে পানি চলে এসেছিলো... অনেকেই দেখেছি এইরকম
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
ভাইটামিন বদি বলেছেন: ..একেবারে খাটি কথন