![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বাসায় খোঁজ-খবর নেয়ার জন্য বউকে ফোন দিলাম।
"হ্যালো, কী করছ তোমরা?"
"কী আর করবো, বসে বসে 'রাশি' দেখছি"
আমার 'রাশি' যে ইদানিং খুব খারাপ যাচ্ছে সে কথা সর্বজন বিদিত। তাই হয়তো এতরাতে বউ আমার 'রাশিফল' নিয়ে বসেছে।
বুকের ভেতরটা হু হু করে উঠল আমার। আহারে! আমাকে নিয়ে কতই না চিন্তিত বেচারি।
"আমার রাশি তোমার জানা আছে তো? কর্কট রাশি.. সপ্তাহটা কেমন যাবে একটু ভালো করে দেখে নিও...দিনকালের যা অবস্থা" খানিকটা উৎসাহ নিয়ে বললাম আমি।
"এতরাতে কী সব কর্কট-মর্কট রাশি দেখার কথা বলছ তুমি?" অবাক কণ্ঠে বলল বউ।
"কেন তুমি ই তো বললা, রাশি দেখছ?"
"আরে আমি তো জি-বাংলায় 'রাশি' সিরিয়াল দেখছি।"
"অ! আমি ভাবছিলাম, তুমি বুঝি রাশিফল দেখছ"
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা ........
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: হে হে