নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

তবুও বেঁচে আছি.........

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

...প্রতি রাতে বাসার গেটে প্রবেশ করে প্রাণ খুলে ...বুকভরে একটা নিঃশ্বাস নেই আমি....সাথে আদন্ত প্রশান্তির হাসি।



যাক বাবা! আজকের মতো বাঁচিয়া ফিরেছি- আরও একটি দিন জীবন ভিক্ষা পেলুম তবে!



সিকিউরিটি গার্ডদের সাথে কুশল বিনিময় শেষে হেলে দুলে বেশ আয়েসি ভঙিতে সিড়ি বেয়ে উপরের দিকে উঠে আসি।

তারপর বাসায় ঢুকে একে একে সবার রুমে গিয়ে বাংলা সিনেমার মতো চিৎকার করে করে বলি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি... আমি ফিরে এসেছি......



আমার নব্বই বছর বয়সি দাদিজান মশারির নিচ থেকে হাত বের করে কাঁপা হাতে মাথায় হাতবুলাতে বুলাতে বলেন, "তুই আইছস ভাই! তুই আইছস ভাই! আল্লাহ বাঁচিয়ে রাখুক তোরে"



আমি ম্লান হেসে বলি, "হ দাদি, আমি আইছি। তোমাদের দোয়ায় ফিইরা আইছি।"



আমাদের প্রাতহ্যিক জীবনধারা আজ সত্যিই যেন- ট্র্যাজিক"বাংলা সিনেমায়" রূপ নিয়েছে.....কে জানে, কবে কোথায় এই সিনেমার 'সমাপ্তি' হয়!





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.