![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
আমার কারখানার শ্রমিকরা সবাই মিলে উদ্যোগ নিয়েছে পুরো কারখানা প্রাঙ্গণটিকে লাল-সবুজের পতাকা দিয়ে সাজাবে তাঁরা। সারাদিনের হাড়ভাঙ্গা খাঁটুনি শেষে রাতের শীত কুয়াশাকে উপেক্ষা করে, পরম আনন্দে সুতোয় গেঁথে গেঁথে কাগজের পতাকা দিয়ে পুরো কারখানাটিকে সাজিয়ে তুলেছে তাঁরা।
রাতে কারখানায় প্রবেশ করতেই চোখে পড়ল, ঝির ঝির বাতাসে দোল খাচ্ছে ছোট ছোট সুতোয় বাঁধা কয়েকশ পতাকা।
ভালো লাগা আর মুগ্ধতায় ভরে উঠল পুরো মন।
যত দুঃখে যত কষ্টেই থাকুক না কেন, জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া খেটে-খাওয়া এ মানুষগুলো ঠিকই মনে রেখেছে, মহান বিজয় দিবসের কথা..... ১৬ই ডিসেম্বরের কথা।
লাখো শহীদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমির জন্য মনের গহীনে ঠিকই তাঁরা লালন করে রেখেছে গোপন- অতি গোপন এক ভালোবাসা.....যার খবর আমরা কেউই হয়তো জানি না.....
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম দেখাবো.....
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আমিও বানিয়েছি একটি সফটওয়ার পতাকা ।আমারআজকের কবিতায়আছে। বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভালো কথা.......
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একটা ছবি দেখাতেন