![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
...এবার রাজধানীর অলিতে গলিতে বিজয় দিবসের গান শুনে ব্যাপক হতাশ হলাম আমি.......হলাম মর্মাহত।
১৫ ই ডিসেম্বর রাত ১১টা .......রাজধানীর কোনো একটি এলাকায় বিজয় দিবস উপলক্ষ্যে বানানো প্যান্ডেলের সামনে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে দাঁড়িয়ে আছি আমি।
ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছতেই প্যান্ডেলের সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে বেজে উঠলো বিজয় দিবসের গান.....
গুল্ গুলারে গুলগুলা.....গুল্ গুলারে গুলগুলা, গুলগুলা শেষ হতেই বেজে উঠল...লুঙ্গিদার লুঙ্গিদার ....ফুঙ্গিদার রে...লুঙ্গিদার,..... এরপর মাই নেম ইজ শিলা..... শিলাকি জোয়ানি......এরপর......না থাক।
আমি আয়োজক কমিটির এক কিশোরকে ভয়ে ভয়ে ডেকে বললাম - আচ্ছা বিজয় দিবসের অনুষ্ঠানে এসব কী বাজাচ্ছ তোমরা? তোমাদের কাছে বিজয় দিবসের গান নাই? এই যেমন....মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক নদী রক্ত পেরিয়ে, ও আমার দেশের মাটি..., সোনা সোনা সোনা লোকে বলে সোনা....সোনা নয় তত খাঁটি....
"আরে থামেন থামেন, আপনে তো মিয়া ব্যাপক খারাপ লোক।" ক্ষিপ্ত কণ্ঠে আমাকে থামিয়ে দিল কিশোর।
"এতে খারাপের কি দেখলা তুমি?"
"বিজয় দিবসে কি সব সোনা মোনার গান বাজাইতে কন আপনে....যান ভাগেন এইখান থেইকা...."
পুরাই বেকুব বইনা গেলাম আমি।
মাথা নিচু করে বাসার উদ্দেশে হাঁটতে আরম্ভ করলাম......কানে ভেসে আসতে লাগল....বাপ্পু রাম সাপ্পুরে.... কোথ্থায় যাস বাপ্পুরে ????.....
জবাবে বলতে ই্চেছ করলো, বাসায় যাই বাপ্পুরে.... বাসায় যাই বাপ্পুরে....
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বর্তমান রাজনীতিবিদদের মত তাই না হেডস্যার ?
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হেডস্যার.....
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আনারুল ভাই যথার্থ বলেছেন....সহমহত পোসণ করলাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
হেডস্যার বলেছেন:
আমি ও দেখছি ব্যাপারটা।
পোলাপান আসলে বিভিন্ন উছিলা খুজে এইসব আবলামি করার লাইগা। তাই ২১ শে ফেব্রুয়ারী, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ১ল বৈশাখ কিছুই বাদ যায় না।
আয়োজক পোলাপান গুলার খবর নিয়া দেখেন, বেশির ভাগের জন্মেরই কোন ঠিক নাই। রাস্তা ঘাটে জন্মাইছে। শিক্ষাদীক্ষা পরিবার থেইকা কিছুই পায় নাই। পরিবারে থাকলে তো পাইবো !
জন্ম দিয়া ছাইড়া দিছে।
আমার কথা হইলো রাইতের বেলা এডি ক্যান করা লাগবো?
কোন আইনে আছে?
মানুষ সারাদিন কাজ কাম সাইরা ঘুমাইতে যাইবো তখন তাগো দেশপ্রেম চ্যাগাইয়া উঠে। কিছু কইতে গেলে প্রতিবাদ করতে গেলে উলটা মারামারি শুরু হবে।