নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বিচি টিপে টিপে শীম কিনার অভ্যাস আমার জন্মগত...

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

তরকারিঅলা আলু মাপতে মাপতে জিজ্ঞেস করলেন, "ভাই, ৫ তারিখ কি হইবো?"



" কী হইবো?" নুয়ে নুয়ে বিচি টিপতে টিপতে জানতে চাইলাম আমি। বিচি টিপে টিপে শীম কিনার অভ্যাস আমার জন্মগত।



"৫ তারিখের ইলিকশন কি হইবো?"



"অ। হ হইবো"



"গণ্ডগোল-মণ্ডগোল কি হইবো?"



"মনে তো হয় হইবো"



"আমলিক তো জিইত্তাগেছে, এখন কি হইবো?"



"ইলেকশন হইবো"



"ইলেকশন হইয়া কি হইবো?"



"আমলিক জিতবো"



.............................



আজ সকালে সি এনজিতে ওঠার পর চালক জিজ্ঞেস করলেন, "কাকু ৫ তারিখ কি হইবো?"



"কী হইবো?" সিটে হেলান দিয়ে ঝিমুতে ঝিমুতে জানতে চাইলাম আমি।



"৫ তারিখের ইলিকশন কি হইবো?"



"না হইবো না"



জায়গায় দাঁড়িয়ে গেল সি এনজি। ব্রেকের ধাক্কা সামলাতে না পেরে সামনের লোহার খাঁচায় আছড়ে পড়ল মাথাটা।

....মিনিট কয়েক কপালে হাত দিয়ে অচেতন অবস্থায় সিটের উপর চিৎ হয়ে পরে রইলাম আমি।



....ঠিক যেমনটা পরে আছে আজ পুরো বাংলাদেশ।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

সূর্য হাসান বলেছেন: দেশ আজ চিৎ হয়ে পড়ে রয়েছে ঠিক যেন তেলাপোকার মতো !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক ধরেছেন জনাব...

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

অন্য কথা বলেছেন: কন কি !!!

"বিচি টিপে টিপে শীম কিনার অভ্যাস আমার জন্মগত..." :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জ্বি, বিচি টিপে আমি আনন্দ পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.