নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

কী ব্যাপার! আপেল এত নরম কেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

১৪ ই ফেব্রুয়ারি রাত্রি ১০ ঘটিকা।

বনানী লেকের উপর ঘাঁটি পাতা চেক-পোস্ট পুলিশ আমার গাড়ি থামালেন।



অফিসের কাজ শেষে কার্ডের দোকান থেকে বউ'র জন্য ভালোবাসা দিবসের এক পিছ কার্ড কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

ড্রাইভার ছুটিতে থাকায় নিজেই গাড়ি চালাচ্ছি।



চারপাশ থেকে ঘেরাও করে ব্যাপক উৎসাহ নিয়ে সার্চিং শুরু হলো।

মনো হলো বহুদিন পর চেক-পোস্ট পুলিশ গব্বর সিংকে কাছে পেয়েছে ।



"গাড়ির পেছনে অগুলো কী?" টর্চলাইটের আলো তাক করে জিজ্ঞেস করলেন একজন।

"জ্বি বই।"

"বই!" তড়াক করে লাফ দিয়ে উঠলেন তিনি।

"দেখি দেখি হাতে নিয়ে দেখি, কি বই?" বলে বই হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন তিনি।

"এটা কিসের বই?"

"চাইনিজ ভাষা শিক্ষার বই।"



"ব্যাগে কী? " আমার পাশের সিটে রাখা ব্যাগটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন আরেকজন।

"জ্বি আপেল।"

"দেখি দেখি" বলে ব্যাগ টিপে টিপে আপেল পরীক্ষা করতে লাগলেন তিনি।

"কী ব্যাপার! আপেল এত নরম কেন?" সন্দেহের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন কিছু সময়।

তার কথা শুনে আমিও আঙুল দিয়ে টিপে দেখলাম। হ্যা, সত্যিই নরম লাগছে। ব্যাগ খানিক ফাঁক করে দেখলাম, আপেল নয় ব্যাগের ভেতর 'কমলা'। দোকানদার ভুল করে কার ব্যাগ যেন আমাকে দিয়ে দিয়েছেন।

বললাম "সরি ভুল হয়ে গেছে।"

"ভুল! কিসের ভুল?"

"দোকানদার ভুলবসত কমলার ব্যাগ দিয়ে দিয়েছে, ব্যাপারটা আমার জানা ছিল না।"

"মসকরা করছেন? গাড়ি থেকে নামুন।" কড়া গলায় নির্দেশ।



গাড়ি থেকে নামলাম আমি।

গাড়ির পালা শেষ, এবার শুরু হলো বডি চেকিং।

কন্সটেবল আমার বডির আনাচে কানাচে হাতড়ে বেড়াচ্ছেন, আর আমি তার তালে তালে ডেন্সিং করছি।

"এমন তিড়িংবিড়িং করছেন কেন?"

"জ্বি আমার কাতুকুতু একটু বেশি।"



ফুল বডি চেকিং শেষ।



"আপনার দেশের বাড়ি কোথায়?" জিরাপের মতো লম্বা এক কন্সটেবল সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন।

আমি হাসলাম। এই মূর্খ গর্দভকে কী জবাব দিবো আমি?

আমার দেশের বাড়ি কোথায়?:P

গোপালগঞ্জ, বগুড়া, নাকি বাংলাদেশ....???











মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপাতত গোপালগঞ্জই নিরাপদ ;)



হায়রে নাগরিক অধিকার! হায়রে পুলিশ! হায়রে রাজনীতি!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বলেছেন ঠিক

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

পথহারা নাবিক বলেছেন: বাংলাদেশ!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বাংলাদেশ!!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

দি সুফি বলেছেন: বাড়ি কোথায়? গোপালী? ;) ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপেলী.......!!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২

নূর আদনান বলেছেন: কোথায় আবার গোপালগঞ্জ !! =p~ =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: নিরাপদ.....হুম

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

বেকার সব ০০৭ বলেছেন: ভাল তো ভাল না, আপেলের দামে কমলা পেয়েছেন

জিরাপের মতো লম্বা এক কন্সটেবল =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা ...........

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

সুমন কর বলেছেন: হায়রে নাগরিক অধিকার! হায়রে পুলিশ! হায়রে রাজনীতি!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হায়রে নাগরিক অধিকার! হায়রে পুলিশ! হায়রে রাজনীতি!!!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

হেডস্যার বলেছেন: :D

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: আমাদের তো দেশ থাকেনা, রাষ্ট্রও থাকেনা।থাকে পাড়া।

আর দুই পাড়ার নেতানেত্রী কলতলায় এসে নিয়মিত ঝগড়া করে, পানি থাকলেও করে না থাকলেও করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঝগড়া কর......চুলও ছিড়ে....

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

আদম_ বলেছেন: জরুলিক ভিত্তিতে প্লাস গ্রহন করুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: করলাম গ্রহণ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.