![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
....মানুষ আসলে কী?
এর জবাবে একেক জন একেক কথা বলেছেন কিংবা বলছেন।
আমি নিজেও ভেবেছি, কিন্তু সিদ্ধান্তে উপনীত হতে পারি নি।
মানুষ আসলে কী?
গুরু মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর কালজয়ী উপন্যাস 'পুতুল নাচের ইতিকথা' তে দেখিয়েছেন- মানুষ হচ্ছে 'পুতুল' 'নিয়তির পুতুল'
মানুষ কি আসলেই নিয়তির পুতুল?
শিশুরা পুতুল নিয়ে যে-রূপ খেলা করে, নিয়তিও কি আমাদের নিয়ে সে-রূপ খেলা করছে?
মাঝে মধ্যে মনে হয়, হ্যাঁ, গুরুর অনুধাবনই যথার্থ- মানুষ আসলেই 'পুতুল' 'নিয়তির পুতুল'................
©somewhere in net ltd.