নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আজ পারবে তো বাংলাদেশ?

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

দারুণ চিন্তিত মনে পায়চারি করছেন আবছার উদ্দিন।



মাস দু'য়েক হলো সরকারি চাকুরি থেকে রিটায়ার্ড করে আমার একাউন্ট সেকশনে যোগি দিয়েছেন এই প্রবীণ মুক্তিযুদ্ধা।

আব্বা একদিন সাথে করে নিয়ে এসে বললেন, "দেখ তো ওনাকে কোথায় খাটানো যায়।"

একাউন্টেট হিসেবে কাজ করে এসেছেন- তাই একাউন্টসেই রেখে দিলাম।



সেদিন থেকে অদ্যাবধি কোনো বিষয়ে এতটা অস্থির দেখিনি তাঁকে।

আজ চরম অস্থির ভাব নিয়ে রুমের ভেতর একবার এদকি যাচ্ছেন তো আরেকবার ওদিক যাচ্ছেন।

খানিক পর পর অযথাই চোখের চশমাটা শার্টের কোনা দিয়ে পরিস্কার করছেন।

শুধু পরিস্কার করেই খান্ত হচ্ছেন না, চোখের সামনে নিয়ে পরখ করে দেখছেন, ভালো মতো পরিস্কার হলো কি-না।

..................................



কিছু সময় পর জানতে পারলাম, টাইগারদের বিপক্ষে করা আফগানদের ২৫৪ রানই তাঁর অস্থিরতার মূল কারণ।

আমি কাছে গিয়ে দাঁড়াতেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন। আবেগ জড়িত কণ্ঠে বললেন," আজ পারবো তোবাংলাদেশ?"

আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।

তারপর খানিক হাসির ভান করে বললাম, "অবশ্যই পারবো, ২৫৪ রান টাইগারদের জন্য কোনো ব্যাপারই না।"

আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইলেন আবছার উদ্দিন।

মলিন চাহনি দেখে মনে হলো, আমার কথায় আশ্বস্ত হতে পারেন নি তিনি।



পূর্বের ন্যায় আবারও পায়চারি করতে আরম্ভ করলেন আবছার উদ্দিন। এবার তার সাথে যোগ দিলাম আমিও.........



আমার মনের মাঝেও আশঙ্কা উঁকি দিয়ে যাচ্ছে- "আজ পারবে তো বাংলাদেশ?"





মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

নীল ভোমরা বলেছেন: এর মধ্যেই একটা পোস্ট দিয়ে ফেলেছেন?!.....আবছার সাহেবের মত আমরাও সবাই ভাবছি...'আজ পারবেতো বাংলাদেশ?'

আই থিংক.....পারা উচিত!.....পারবে ইনশাআল্লাহ! আবছার সাহেবকে একটু উত্তেজনা কমিয়ে টিভির সামনে শান্ত হয়ে বসতে বলেন....বেচারা-তো টেনশনে স্ট্রোক করে কসবে!

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: না পারলো না বাংলাদেশ.......

২| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নীল ভোমরা বলেছেন: বেচারা-তো টেনশনে স্ট্রোক করে বসবে!

মুশফিক আবারও টেনশন বাড়িয়ে দিল!!

৩| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

বকুল০৮ বলেছেন: মুশফিক গেল..৬৯/৩.......

৪| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সীমানা ছাড়িয়ে বলেছেন: পারবে না।

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপনার কথাই সত্য প্রমাণিত হলো

৫| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

হেডস্যার বলেছেন:

অবশ্যই পারবে ইনশাল্লাহ !!

তবে বাংলাদেশ দলের খেলার মান যে চরমভাবে নেমে গেছে সেটা পরিস্কার।

৬| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: মুমিনুলও আউট। তার মানে আফগানিস্তান এখন বোনাস পয়েন্ট সহ জয়ের পথে।

৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

দি সুফি বলেছেন: সপ্তম উইকেটের পতন!

৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: হারছে হারছে হারছে হারছে হারছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.