![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
ভারতের সাথে হারার পর মনটা দারুণ খারপ হয়ে গেল।
আফগানিস্তানের সাথে হারার পর মেজাজটা বিগরাইয়া গেল।
সিদ্ধান্ত নিলাম- ধ্যাৎ আর খেলাই দেখবো না।
কিন্তু না, পারলাম না নিজেকে আটকে রাখতে-
এখন আমি বাংলাদেশ-পাকিস্তান 'মহারণ' দেখছি- চার ছক্কায় দু'হাত মুঠো করে চিৎকার করছি, লাফিয়ে উঠছি, হাত তালি দিচ্ছি। একটা সিঙ্গেল নিলেও 'সাব্বাস টাইগার' বলে বাহব্বা দিচ্ছি।
'বল' সরাসরি ফিল্ডারের হাতে গিয়ে পড়লে বলছি- "ইস্ শালায় না ধরলে ঠিকই চাইর হইত"
জয়-পরাজয় নিয়ে আপাতত ভাবছি না।
...এটা আমার কথা নয়, আমাদের সকলের কথা। ক্রিকেট পাগল কোটি বাঙালির কথা।
'জয়' আমারা চাই ঠিকই- সেই জয়ের তরী কূলে এসে ডুবে গেলে বেদনায় নীল হয়ে "আর খেলা দেখবো না" বলে কঠিন "পণ"ও করি।
পরের ম্যাচেই সেই কঠিন 'পণ' ভেঙে যায় আমাদের। অতীত ভুলে সবাই আশায় বুক বেঁধে শেষ বল অবধি চাতকের ন্যায় তাকিয়ে থাকি টিভির দিকে, কম্পিউটারে ইএসপিএন-এর লাইভ স্কোর বোর্ডের দিকে....
..........
হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, আজ সেই আশাতেই কঠিন "পণ" ভেঙে চাতকের ন্যায় টিভির দিকে কিংবা কম্পিউটারে ইএসপিএন-এর লাইভ স্কোর বোর্ডের দিকে তাকিয়ে আছি আমরা কোটি বাঙালি....
......আজ হয়তো জিতবে বাংলাদেশ
আর সেই জয়-ই দিবে আমাদের আরেকটি "পাকিস্তান বধের" স্বাদ।
©somewhere in net ltd.