![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আজ ৮-ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ভালো কথা।
নারীনেতৃবৃন্দ পার্লারি সাজ দিয়ে সারাদিন মিছিল মিটিং এ অংশ নিবেন, খিস্তি খেউর করবেন। ভালো কথা।
অনেক পুরুষ কান্না-বিজড়িত কণ্ঠে নারীদের মন ভুলানোর জন্য সুন্দর সুন্দর বিবৃতি দিবেন। ভালো কথা।
সারাদিন ধর্মকে তুলোধুনো করবেন। ভালো কথা।
........................
আজকের নারী দিবসে আমি কিছু মন্দ কথা বলতে চাই-
নাম্বার-১। আগামীকাল থেকে বাংলাদেশে 'ফেয়ার এন্ড লাভলী'র নারী-অবমাননাকর বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
নাম্বার-২। আগামীকাল থেকে বাংলাদেশে লুক টেন ইয়ারস ইয়ঙ্গার সূত্রের উদ্ভাবক 'পন্ডস' বিউটি ক্রিম'র নারী-অবমাননাকর বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
নাম্বার-৩। আগামীকাল থেকে বাংলাদেশে সাবানের ফেনা সমেত রান দেখানো লাক্স সাবানের নারী-অবমাননাকর বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
নাম্বার ৪। আগামীকাল থেকে বাংলাদেশে শুধু চেহারা দেখে নারী নিউজ প্রেজান্টার নিয়োগ বন্ধ করতে হবে।
.......................................
হুম, আপাতত এ ৪টা করলেই চলবে.....আশা করি, নারী নেতৃবৃন্দ আমার এ মন্দকথাগুলোর সাথে দ্বিমত পোষণ করবেন না .......
©somewhere in net ltd.