![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বাংলাদেশের শিল্পীদের অপমানের প্রতিবাদ করায়, তাঁদের পক্ষ নিয়ে কথা বলায়, অনেকেই চটেছেন।
আজ দুদিন ফেসবুকে আমাদের কঠোর সমালোচনা করে স্ট্যাটাসের ঝড় তুলছেন তারা।
বিষয়টিকে রাজনৈতিক আকার দেয়ার ব্যর্থ অপপ্রয়াস চালাচ্ছেন।
তাদের মতে:
১। আমরা সঙ্গীত বুঝি না।
২। আমরা গুনির কদর করতে জানি না।
৩। এ আর রহমানের বদলে আতিফ আসলামকে দিয়ে গান গাওয়ালে আমরা খুশি হতাম।
৪। এটি একটি আন্তর্জাতি অনুষ্ঠান- এ ধরনের অনুষ্ঠানে এরকম হওয়াটা অস্বাভাবিক না।
৫। পান থেকে চুন খসলেই আমরা গেল গেল 'জাত গেল' বলে চিৎকার চেঁচামেছি করি।
৬। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে আমরা অপপ্রচার চালাচ্ছি।
............................
সমালোচনাগুলো পড়ার পর দীর্ঘশ্বাস ছাড়ি আমি। সবকিছুর ভেতর রাজনীতির গন্ধ শুকে দেখা মজ্জায় গেঁথে গেছে এদের.....
এদের স্বভাব হয়েছে অনেকটা মেথরের মতো। সবকিছুতেই "ঐ" জিনিসের গন্ধ খুঁজে পায় এরা.....
বলি, বাবা রে...........মাঝে মধ্যে একটু আধটু 'দেশ-মাতৃকা'র গন্ধ-টন্ধও তো শুকে দেখতে পারো- না কি পারো না?
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমালোচনাগুলো পড়ার পর দীর্ঘশ্বাস ছাড়ি আমি। সবকিছুর ভেতর রাজনীতির গন্ধ শুকে দেখা মজ্জায় গেঁথে গেছে এদের.....
এদের স্বভাব হয়েছে অনেকটা মেথরের মতো। সবকিছুতেই "ঐ" জিনিসের গন্ধ খুঁজে পায় এরা.....
বলি, বাবা রে...........মাঝে মধ্যে একটু আধটু 'দেশ-মাতৃকা'র গন্ধ-টন্ধও তো শুকে দেখতে পারো- না কি পারো না?
কি করে পাবে বলুন! চেতনায় যে ঐ জিনিষ মিশে গেছে!!!!!!!
যে সব বঙ্গে জন্মি হিংসে বঙ্গ গানে
সে সব কাহার জন্ম নির্ণয় না জানে!!!!!!!!!!!!!!