![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
ঢাকার চারপাশের মুক্ত জলাশয়গুলো একের পর এক ভরাট করে ফেলছে ভূমি-ডাকাতরা ।
আজ বিকেলে যে জমিতে মাঝ-বয়সি ক্বচি ধানের গাছ বাতাসে ঢেউ খেলছে- তো কাল বিকেলেই রাশি রাশি বালুর নিচে চাপা পড়ে যাচ্ছে সেই জমি, সেই মাঝ-বয়সি ক্বচি ধানের গাছ।
শুধু চেয়ে চেয়ে দেখা আর নীরবে চোখের জল ফেলা ছাড়া কিছুই করার থাকে না জমির মালিক কিংবা কৃষকের।
আজ হয় তো কোনো একটি পুকুর কিংবা ডোবার জলে মাছের ঝাঁক খেলা করছে, তো কাল বিকেলেই ভূমি-ডাকাতদের বালুর ড্রেজার এসে আকসিম্কভাবে ভরাট করে ফেলছে সেই সব পুকুর কিংবা ডোবা....
বালুর নিচে চাপা পড়ে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যাচ্ছে তরতাজা মাছগুলোর প্রাণ।
.............................................
হয় তো সে দিন বেশি দূরে নেই, যে দিন আমাদেরও ভূমি-ডাকাতদের বালুর নিচে চাপা পড়ে মাছের ঝাঁকের মতো ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যেতে হবে...........
২| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩
আজীব ০০৭ বলেছেন: হয় তো সে দিন বেশি দূরে নেই, যে দিন আমাদেরও ভূমি-ডাকাতদের বালুর নিচে চাপা পড়ে মাছের ঝাঁকের মতো ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যেতে হবে...........
সহমত.........।