![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
দিন দিন মনে হচ্ছে আমাদের পরিবার ও সমাজ থেকে আদব-কায়দা একপ্রকার উঠেই যা্চেছ।
আমি অনেক পরিবারকেই দেখি পারিবারের শিশুরা বাসার কাজের মেয়ে কিংবা ছেলেকে নাম ধরে ডাকে এবং তুই-তাই সম্বোধন করে- যেটা বেয়াদবির চরম রূপ।
আমি বুঝে পাই না বাবা-মা বা পরিবারের অন্য সদস্যরা কিভাবে এ ধরণের বেয়াদবি বরদাস্ত করেন ।
এভাবে শিশু কাল থেকেই যদি আমরা আমাদের সন্তানদের বেয়াদবির শিক্ষা দেই, তবে বড় হয়ে তারা আদব কায়দাটা কোথা থেকে পাবে বলুন??
সুতরাং এখনও সময় আছে, আর সময় থাকতেই আমাদের সাবধান হওয়া উচিত নয় কি??
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন ভাই নতুন, আর আমারা 'পুরাতন' যারা আছি তাদেরই এ বিষয় মনযোগী হওয়া উচিত। ধন্যবাদ
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০
১০১টি নীলপদ্ম বলেছেন: "Courtesy begets at Home"
এটা বোধয় অনেক পিতা-মাতাই ভুলে যান মাঝে মাঝে
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম আপিনি যথার্থই বলেছেন........
৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬
আজীব ০০৭ বলেছেন: সময় থাকতেই আমাদের সাবধান হওয়া উচিত
অনেক পিতা-মাতাই ভুলে যান মাঝে মাঝে
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ঠিক বলেছেন। ধন্যবাদ।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫
সোহানী বলেছেন: ঠিক তাই..... সারাদিন ইন্ডিয়ান বস্তা পচাঁ সিরিয়াল দেখে দেখে দিন পার করেন ...... আদব কায়দা শিখানোর সময় কোথায়!!!!!
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ, আপনি অনেকটাই সঠিক বলেছেন।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪
ঢাকাবাসী বলেছেন: আমরা নিজেরা বাচ্চাদের সাথে ভদ্র হলে তারাও অন্যদের সাথে ভদ্র হবে।
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: শতভাগ ঠিক বলেছেন, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬
নতুন বলেছেন: শিশুদের এই সব সেখায় বলেই তো সমাজের এই অবস্তা..