![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
যে টাকার আষ্টে-পৃষ্ঠে লেগে থাকে অসহায় মানুষের চোঁখের জল,
যে টাকায় লেগে থাকে লাল টকটকে তাজা রক্ত-
যে টাকায় লেগে থাকে এতিম হয়ে যাওয়া ছেলে-মেয়ের বুকফাটা কান্না,
যে টাকায় লেগে থাকে সন্তান হারা বাবা-মায়ের আহাজারি-
যে টাকায় লেগে থাকে ভাই-বোনের আর্তনাদ,
যে টাকায় লেগে থাকে সদ্য বিধবা স্ত্রী'র বিলাপ আর নোনাজল-
যে টাকায় লেগে থাকে ভীত আর কান্না-ভেজা কণ্ঠে বাঁচার আকুতি মিনতি,
যে টাকায় লেগে থাকে বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী'র দীর্ঘশ্বাস হা হা কার-
যে টাকায় লেগে থাকে খোদার দরবারে দিকে তাকিয়ে অসহায় আত্মাদের শেষ চিৎকার,
- সেই অভিশপ্ত টাকায়, সেই চোখের জল আর রক্তে ভেজা টাকায়- কী করে সন্তান, বাবা-মা, স্ত্রী-স্বজনদের মুখে খাবার তুলে দেয় মানুষের ছদ্মবেশে থাকা কোনো জানোয়ার?
....বিষয়টি বোধগম্য নয় আমার,
- শুধু নারায়ণগঞ্জের সেভেন মার্ডার নয়, যখনই এ ধরণের কোনো নৃশংস ঘটনা ঘটতে দেখি আমি, তখনই এই একটি প্রশ্ন, শুধু এই একটি প্রশ্ন ই তাড়িয়ে বেড়ায় আমায়.........
©somewhere in net ltd.