![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
ক'দিন আগে নূর হোসেনের মাদকের আস্তানা ও অস্ত্র-ভান্ডারের দেখা পেলাম আমরা।
আজ দেখলাম, তার চেয়ার-টেবিল, হান্ডি-পাতিল, বদনা-বালতি ইত্যাদি ক্রোক করা হয়েছে-
বিষয়টি হাস্যকরই বটে।
নারায়ণগঞ্জের "ভাই" হিসেবে পরিচিত যে নূর হোসেন এতদিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, একজন বিশেষ রাজনৈতিক গডফাদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় অবৈধ মাদক ব্যবসা চালিয়েছে, চাঁদাবজি করেছে, যে নূর হোসেন রাতের অন্ধকারে খুন করে বহু লাশের সাথে ইট বেঁধে শীতলক্ষ্যার জলে ডুবিয়ে দিয়েছে- যে নূর হোসেন অসংখ্য বাবা-মাকে সন্তান হারা, সন্তানকে বাবা হারা আর স্ত্রীকে স্বামী হারা করেছে- আজ সেই নূর হোসেনের হান্ডি-পাতিল, লেপ-তোশক ক্রোক করা হয়েছে।
বিষয়টি সত্যিই দারুণ হাস্যকর।
- শুধুই কি হাস্যকর? না-কি আমাদের নষ্ট রাজনীতি ও নষ্ট আইন-প্রশাসনের জন্য খানিকটা লজ্জাস্করও বটে?
.................................................................
হয় তো আর কোনে দিনই ফিরে আসবে না নূর হোসেন। ফিরে না আসাটাই স্বাভাবিক। কেন না নূর হোসেন ফিরে আসলে, তার সাথে সাথে ফিরে আসবে শীতলক্ষ্যার জলে ডুবে থাকা বহু না-জানা প্রশ্নের উত্তর।
নজরুল ইসলাম নেই, নেই নুর হোসেনও।
কিন্তু বহাল তবিয়তে ঠিকই আছেন নজরুল-নূর হোসেনের জন্মদাতা সেই রাজনৈতিক গডফাদার। থাকবেনও ততদিন, ঠিক যতদিন থাকবে আমাদের নষ্ট রাজনীতি এবং নষ্ট আইন-প্রশাসন.........
©somewhere in net ltd.