![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
"আরে জুয়েল ভাই না?"
হা-করে কিছু সময় তাকিয়ে রইলাম লোকটির মুখের দিকে। খানিক চেনা, খানিক অচেনা।
"আপনি জুয়েল ভাই না?"
"হুম, আমি জুয়েল কিন্তু আপনাকে তো...."
"আমি সজল, আজ থেকে ৮ বছর আগে পান্থপথের একটি হাসপাতালে আপনি আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়ে ছিলেন। আমাকে হয়তো আপনার মনে নেই, কিন্তু আপনাকে ঠিকই আমাদের মনে আছে।"
সজলের মায়ের কথা মনে পড়ল আমার। পেটের টিউমারের অপারেশন হবে, বি-নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। বাঁধন থেকে আমাকে পাঠানো হলো রক্ত দেবার জন্য, সঙ্গে করে সূর্যসেন হলের এক ছোট ভাইকে নিয়ে গেলাম। দু'জন মিলে দুই ব্যাগ রক্ত দিলাম।
সজলের মায়ের অপারেশন হলো। তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেন। সজল একদিন ফোন দিয়ে তার মায়ের সুস্থতার খবর আমাকে জানিয়েছিলেন।
আজ এত বছর পরও সজল আমাকে মনে রেখেছে, বিষয়টি ভাবতেই অভিভূত হয়ে গেলাম আমি।
"আপনার মা কেমন আছেন?"
"জ্বি, ভালো।"
"আমার জন্য দোয়া করতে বলবেন।"
গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সজলের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূর এগিয়ে পিছন ফিরে দেখি, সজল তাকিয়ে আছে আমার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে.......
©somewhere in net ltd.