নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জীবনের অলিতে গলিতে কতো না ছোট ছোট আনন্দ লুকিয়ে রয়েছে! যার সন্ধান হয়তো আমরা অনেকেই পাই না কোনদিন....

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

সকালে টিফিন বাটিতে পোলাউ আর মাংস ভরে দিয়ে আব্বা বললেন, "যা আগে ফ্যাক্টরিতে দিয়ে আস।"

টিফিন বাটিতে করে খাবার নিয়ে কারখানায় প্রবেশ করতেই দেখি, ম্লান বদনে বসে আছেন আমাদের বহুদিনের পুরনো ও বিশ্বস্ত নিরাপত্তা প্রহরী খবির চাচা।

কারখানায় ঢুকে ঈদের প্রথম কোলাকোলিটা তার সাথেই সেরে নিলাম আজ। আমি দু'হাত বাড়াতেই বেচারা হাসি হাসি মুখ করে একেবারে বুকের সাথে মিশে গেলেন আমার।



খানিক দূরে দাঁড়িয়ে ইতস্ত করছে মনফুল। মাত্র মাস কয়েক হলো সিকিউরিটি গার্ড পদে জয়েন্ট করেছে সে। মনফুলের দিকে হাত বাড়িয়ে ধরলে এক প্রকার কাঁপা হাতে আমার হাত দুটো চেপে ধরলো সে। হাত ছাড়িয়ে মনফুলকেও একই ভাবে বুকে টেনে নিলাম আমি। কোলাকোলি শেষে দেখি, মনফুলের চোখ দুটো জবাফুলের মতো লাল হয়ে আছে। জল আসি আসি করেও আসছে না যেন....



এবার সাজুর পালা। একটু দূরেই দাঁড়িয়ে আছে সে। আমি হাত বাড়িয়ে কাছে ডাকলাম ওকে।

"আয় কাছে আয়..."

কিন্তু সামনে এগিয়ে আসছে না সে। ক'দিন আগে কারখানার এক মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়াতে গাজীপুর থেকে ধরে এনে মেয়েদের সামনে আধ ঘণ্টা কান ধরে ওঠ-বস করিয়েছিলাম ওকে।

তার পর থেকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে তোতলাতে তোতলাতে কণ্ঠ রোধ হয়ে আসে ওর।

সেই সাজুকে আজ আমি বুকের সাথে মিশিয়ে নিবো- হয়তো এ কথাটি কিছুইতেই বিশ্বাস হচ্ছে না তার।

আমি নিজেই ধীর পায়ে ওর কাছে এগিয়ে গেলাম। টান দিয়ে "ঈদ মুবারক" বলে টেনে নিলাম বুকে-

সাজু চোখ মুচছে। জলের দাগ লেগে আছে ওর নাকের পাশে...



কি এক আবেগে আমার চোখের পাতাও যেন ভারী হয়ে এলো আজ।



আহারে ! জীবনের অলিতে গলিতে কতো না ছোট ছোট আনন্দ লুকিয়ে রয়েছে! যার সন্ধান হয়তো আমরা অনেকেই পাই না কোনদিন....



......আমার এবারের ঈদের আনন্দ দেশের সমস্ত শিল্প-কারখানা ও বাসা-বাড়িতে কর্মরত নিরাপত্তা প্রহরীদের জন্য উৎসর্গ করলাম- যারা পরিবার পরিজন রেখে সারা বছরের মতো ঈদের দিনটিতেও আমাদের জান-মালের নিরাপত্তার দায়িত্বে কর্মরত রয়েছেন.......।











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫০

সুমন কর বলেছেন: প্রতিটি দিন এমন কাটুক !! ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ভাই, ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.