![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
এইচ এস সি পরীক্ষার পর আমার এক খালাতো ভাইকে জিজ্ঞেস করেছিলাম, বলতো, আমার একটা কুকুর ছিল- এর ইংরেজি কী হবে?
প্রশ্নটি তার ইজ্জতে আঘাত করেছে। সে চরম রাগান্বিত কণ্ঠে বলল, আচ্ছা তুমি কি আমারে সিক্স সেভেনের পোলাপান পাইছ? কি সব ফালতু প্রশ্ন কর বলোত?
তারপরই সে উত্তর দিল "আই ওয়াজ এ ডগ" বলেই সে টিভির
রিমোট টিপতে লাগলো।
উত্তরটি ভুল না সঠিক- তা আর জানার প্রয়োজন বোধ করলো না।
আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম, হুম উত্তর সঠিক হয়েছে। ইউ ওয়ার এ ডগ।
মন চাচ্ছিল চিকন জালিবেত দিয়ে আমাদের ইংরেজি শিক্ষক চাঁন মিয়া স্যারের মতো ওর দুই হাতে পাঁচ ঘা করে মোট দশ ঘা মেরে হাত টকটকে লাল করে দেই।
সেই খালাতো ভাই এবার এ+ পেয়েছে। তাও আবার গোল্ডেন!
তার এ+ এর মিষ্টি খেতে খেতে জিজ্ঞেস করলাম, আচছা ইংরেজিতে বলতো, আমার দুইটা কুকুর ছিল?
সে মুখ কালো করে বলল, তুমি আজও আমাকে এই প্রশ্নটা করছো? আমি গোল্ডেন পেয়েছি! গোল্ডেন! বুঝতে পারতাছো?
তারপর সে একটা কালোজামের অর্ধেক মুখে পুড়ে বলল, "আই ওয়াজ টু ডগস"
আমিও একটা মিষ্টি মুখে পুড়ে বললাম, হুম। উত্তর সঠিক হয়েছে। ইউ ওয়ার টু ডগস।
....সিস্টেমকে বলি, সিস্টেম। এভাবে এ+ এর হার বাড়তে থাকলে, একদিন এই এ+ এর নিচে চাপা পইড়া-ই পুরা সিস্টেম সানডে মানডে ক্লোজ হইয়া যাইবো, এ্যা।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৯
In2the Dark বলেছেন: সহমত।