![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
আমরা কম বেশি প্রায় সবাই সিস্টেমকে গালাগাল করি।
সব সমস্যার মূলে সিস্টেমকে খুঁজি।
শালার সিস্টেম! কী সব ফালতু সিস্টেম! যত্ত সব, কোথাও কোনো সিস্টেম নাই!
অফিসের কোনো কর্মকর্তা ঘুষ খান, দোষ ঐ সিস্টেমের।
আধ ঘণ্টার বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি, তো দোষ সিস্টেমের।
ট্রাফিক পুলিশ জ্যাম ছাড়ানো রেখে পিকআফ ভ্যান আটকে পকেট ভরার ধান্দায় ব্যাস্ত, তো সমস্যা কোথায়? সিস্টেমে।
লঞ্চডুবিতে শত শত লোকের প্রাণ যায়, সমস্যা? সিস্টেমে।
পরীক্ষায় হাজার হাজার স্টুডেন্ট নির্বিচারে এ+ পায়, সমস্যা কোথায়? সিস্টেমে।
হলমার্ক বিসমিল্লাহগ্রুফ বেসিক ব্যাংক কেলেঙ্কারি, সমস্যা? সিস্টেমে।
'ক' এর ছেলে 'শ' পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে তৃতীয় শ্রেণী পদে চাকরি নিয়েছেন, সমস্যা? সিস্টেমে।
রাস্তায় হাঁটতে হাঁটতে প্রকাশ্যে ধুমপান করছেন, অথচ আইন থাকা সত্ত্বেও আপনার জরিমানা হচ্ছে না, সমস্যা? সিস্টেমে।
ফুটপাতের উপর দিয়ে দূরন্তবেগে মটর সাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনার কিছুই হচ্ছে না, সমস্যা? সিস্টেমে।.....হুম সব সমস্যা ঐ শালার সিস্টেমে।
আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি সত্যিই আমাদের সিস্টেমে?
জানি অনেকেই বলবেন, হ্যাঁ যত গণ্ডগোল সব তো ঐ সিস্টেমেই। সিস্টেমেই মূল সমস্যা।
উঁহু ভুল। সমস্যাটা সিস্টেমে নয়, সমস্যাটা মানসিকতায়।
সিস্টেমকে চালায় মানুষ। সিস্টেম সিস্টেমেটিক্যাললি চলবে কি-না তা নির্ভর করে মানুষের মানসিকতার উপর। সিস্টেমের উপর নয়।
মানুষের মানসিকতা যদি সাপোর্ট না করে, তাহলে যত রকম সিস্টেমই বানানো হোক না কেন, শালার সিস্টেম ফেল করবেই করবে......।
তাই আসুন অযথা বেচারা সিস্টেমের পিছনে না লেগে, মানসিকতার পরিবর্তনের পিছনে লাগি। তা হলেই দেখবেন, পুরা সিস্টেম কেমন সিস্টেমেটিক্যাললি চলছে...
আর তা না হলে সব সিস্টেমই এক্কেবারে সিস্টেম হইয়া যাইবো হু......
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সহমত...........
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৭
মুরাদ-ইচছামানুষ বলেছেন: নিজেকে ভালো করতে হবে। কিন্তু আবার এই সিস্টেমে। বাজে সিস্টেমের মধ্যে থেকে মানুষ নিজেকে বদলাবে কীভাবে! দুষ্টচক্র বলা যায়।
লেখার মূলভাব টা ভাল। যত যাই হোক, আগে নিজেকে ঠিক কর্তে হবে।