![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
এস এ টিভিতে পড়শির কণ্ঠে প্রিয় নায়ক সালমান শাহ অভিনিত ছবির গান শুনতে শুনতে মনে পড়ে গেল সেই দিনটির কথা।
....সেদিন ছিল শুক্রবার। হ্যাঁ সেদিন ছিল শুক্রবার। আকাশে মেঘ ছিল। বৃষ্টি ছিল কি ছিল না মনে নেই। তবে বৃষ্টি ছিল এ হৃদয়ে, বৃষ্টি-জল ছিল দু'নয়নে।
প্রিয় নায়ক সালমান শাহ'র মৃত্যু সংবাদ শুনার পর অঝোর ধারায় কেঁদেছি।
দেন মোহর, বিচার হবে, তোমাকে চাই, আনন্দ অশ্রু, জীবন সংসার, স্বপ্নের পৃথিবীর নায়ক সালমান শাহ সব স্বপ্নের মায়াজাল চিহ্ন করে লাখো ভক্তকে বেদনার অশ্রুতে ভাসিয়ে এভাবে অকালে চলে গেলেন ভাবতেই অবাক লাগে।
'৯৭ তে যখন পরিবারের সবাই মিলে সিলেটে হযরত শাহজালাল (র) এর মাজার জেয়ারতে গেলাম। সবাইকে ফাঁকি দিয়ে আমি চলে গেলাম প্রিয় নায়ক সালমান শাহ'র কবরের পাশে। আবারও কাঁদলাম। হৃদয় উজাড় করা সেই কান্নার কথা আজও মনে পড়ে।
প্রিয় নায়কের অভিনিত ছবির কোনো গান যদি আজও চলার পথে কানে আসে, তবে নব্বইর দশকের সেই সময়গুলোতে ফিরে যাই আামি। নিজের অজান্তেই ভিজে উঠে চোখের পাতা.....
প্রিয় সালমান শাহ, প্রিয় নায়ক আমার। স্বপ্নের নায়ক হয়েই আজীবন আমাদের হৃদয়ে বেঁচে রবে তুমি, হুম বেঁচে রবে আজীবন..........
©somewhere in net ltd.