![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
কুয়ালালামপুর ম্যাকডোনাল্ড এ গিয়ে বললাম, আমাকে একটা বনরুটি দেওয়া যায়? শুধু বনরুটি? ভেতরে মাংস-টাংস ছাড়া?
কেননা দেশের বাহিরে কোথাও আমি মাংস খাই না।
সেলস ম্যান অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন।
মিষ্টি করে হেসে বললেন, সরি স্যার আমাদের এখানে শুধু বনরুটি বিক্রির নিয়ম নেই। আপনাকে পুরো বার্গারটাই কিনতে হবে।
অগত্যা তাই করতে হলো আমায়।
ম্যাক ডোনাল্ড থেকে বার্গার কিনে ভিতরের মাংস ফেলে দিয়ে শুধু রুটিটা খেয়ে নিলাম।
বার্গারের দামে বনরুটি!
স্যালস ম্যান আমার দিকে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। আমি তার দিকে তাকিয়ে শুধু মিষ্টি করে একটু হাসলাম।
বেরিয়ে আসার সময় সে জিজ্ঞেস করল, হয়্যার ইউ ফরম স্যার?
খানিক জোরের সাথে বললাম "আই এম ফরম বাংলাদেশ, ডু ইউ নো বাংলাদেশ?"
স্যালস ম্যান হেসে বললল "ইয়েস অফকোর্স আই নো। ইউ বাংলাদেশি পিপল সো কিউট!"
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ। হুম হতেও পারে।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
নাইমুল ইসলাম বলেছেন: মজা পেলাম
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ....
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
হরিণা-১৯৭১ বলেছেন:
বার্গারের দামে বনরুটি খেলেন, ম্যাকডোনাল্ডের পাশে কোথায়ও রুটি বিক্রয় হয় না?
বাংলাদেশ থেকে চুরির বা ঘুষের টাকা নিয়ে গেছেন হয়তো।
-সেলস গার্লটা তো আপনাকে ইডিয়ট ডাকার কথা!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমি ম্যাকডোনাল্ড এর বার্গার খেতে চেয়েছি মাংস ছাড়া।
আমি চাকুরি করি না, তাই ঘুষের টাকা নেওয়ার প্রশ্ন অবন্তর।
আমি সেলস্ ম্যানের কথা বলেছি, সুতরাং সেলস গার্ল ইডিয়ট বলার সুযোগ ছিল না।
আশা করি পরবর্তীতে ভদ্রতার পরিচয় দিবেন।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৬
মমিন@ বলেছেন: ভাইজান, একটু বেশি হয়ে গেল না; ফিশ বার্গার তো সব McDonald এ পাবার কথা
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৫
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমি শুধু সবজি খাই
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৬
রিফাত হোসেন বলেছেন: অর্ডার উচিত ছিল চিস বার্গার উইথাউট মিট তাহলে হত তবে দাম এক ই নিত। কারন স্পেশাল অর্ডার
ফিশ থাকার কথা এটা তাদের স্ট্যান্ডার্ড বার্গার এর গুলির একটি। শুধু ব্রেড ও বিক্রি হয় কিন্তু দাম বার্গার এর দাম অনুযায়ী।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: বিক্রেতার উত্তরে একটা মৃদু তাচ্ছিল্যের গন্ধ পেলাম। ধারনা ভুলও হতে পারে। লিখার জন্য ধন্যবাদ।