নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মন চায় পুরা সিস্টেম এক্কেবারে ওয়ান টু তে খালাস কইরা দেই....!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৫

ঢাবি ভর্তি পরীক্ষায় সি ইউনিট এ পাশ করতে না পেরে চুপসে যাওয়া বেলুনের মতো চেহারা করে বসে আছে গোল্ডেন পাওয়া সেই খালাতো ভাই।



আমার পাশে বসে বলল, "ভাইয়া কী করবো বলো শুধু আমিই না, প্রায় আশি ভাগ ক্যান্ডিডেটই ইংরেজিতে ফেল করেছে।"



আমি বললাম "নো প্রবলেম, ফেইলুয়ার ইজ দ্য পিলার অব সাকসেস"



"আমি কি করবো বলো? ইংরেজি প্রশ্ন হেব্বি টাইট হয়েছিল, সর্বকালের সেরা টাইট।" টিভির রিমোট টিপতে টিপতে বলল খালাতো ভাই্।



"টাইট" আর "টাফ" গুলিয়ে ফেলেছে সে।:P



ঠিক যেভাবে গুলিয়ে গেছে আমাদের পুরা এডুকেশন সিস্টেম।



চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম "আচ্ছা বলতো গাঁধাকে ইংরেজিতে কি বলা হয়?"



খালাতো ভাই হেসে বলল, "এ্যাশ!"



"তুই কি সিউর শব্দটা "এ্যাশ?"



"টু হান্ডেট পার্সেন্ট সিউর, গাঁধা ইংরেজি 'এ্যাশ' এ্যাশওয়ারিয়ার 'এ্যাশ' "



খানিক অবাক হলাম। দারুণ জিনিয়াস ছেলে বটে 'এ্যাশ' কে একেবারে 'এ্যাশওয়ারিয়া'র পেট থেকে টেনে নিয়ে এসেছে!



(অভিষেক ভাইয়া ক্ষমা করিয়া দিয়েন)



এইখানে সে 'এ্যাস' আর 'এ্যাশ' গুলিয়ে ফেলেছে।:P



আমি কাপে শেষ চুমুক দিয়ে বললাম, "হুম সবই তো ঠিক আছে, তোর ইংরেজি তো দেখছি বেশ স্ট্রং রে। ঢাবির এ্যাশগুলান তোরে চিনতে পারে নাই!"



"আচ্ছা বলতো আমার একটি গাঁধা ছিল ইংরেজিতে কী হবে?"



খালাতো ভাই রিমোটটা হাত থেকে ঝাঁপটা মেরে রেখে বলল, "ঢাবিতে চান্স পাই নাই বলে মশকরা করতাছো না? এই প্রশ্নের উত্তর ক্লাস সিক্সের পোলাপানও পারে - আই ওয়াজ এন এ্যাশ!"



আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, "হুম উত্তর শতভাগ সঠিক হয়েছে"



ওয়াজ এর জায়গায় যে "হেড" হবে এটা হয়তো তার গোল্ডেন পাওয়া হেড এ ভুল করেও আসছে না।



শালার সিস্টেম!



মন চায় পুরা সিস্টেম এক্কেবারে ওয়ান টু তে খালাস কইরা দেই....!!













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.