![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
হরিণের মতো টানা টানা মায়াবী চোখ। তাকালেই মনে হয়- এই বুঝি কেঁদে ফেলবে। দৃষ্টিজুড়ে মায়া আর মায়ার খেলা।
খাড়া নাক। কোমড় অবধি লম্বা চুল। চেহারাও বেশ ধারালো।
অনার্স মাস্টার্স দু'টোতেই রেজাল্ট ভালো। মাস্টার্সে ফার্স্ট ক্লাস।
উচ্চতা ৫ ফিট ৩।
সমস্যা একজায়গায়। গায়ের রঙটা একটু গাঢ় শ্যাম বর্ণ।
এই মেয়ের বাবা একদিন আমার হাতে তার বায়োডাটা দিয়ে বললেন, "তোমার তো অনেক জানা শোনা আছে, দেখ তো একটা গতি করতে পারো কি-না?"
আমি আমার এক বন্ধুকে ওর সিভিটা দিলাম।
বন্ধু সব কিছু দেখে-টেখে বিরস মুখে বলল, "দোস্ত সবই ঠিক আছে কিন্তু মেয়ে তো সুন্দর না!"
আমি শুনে অবাক হলাম।
"কস কি তুই? এই মেয়ে সুন্দর না?"
"গায়ের রঙটা কালো।"
"সব সৌন্দর্য কি গায়ের রঙে? অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে দেখ। এত সুন্দর মায়াবী চোখ কোথায় পাবি তুই? দেখ একটু ভালো করে চেয়ে দেখ! কেমন ছলছল করছে চোখ দুটো। মনে হচ্ছে এখনই জল গড়িয়ে পড়বে!"
"বাদ দে তো। তুই অন্য মেয়ে দেখ!"
আমার এই বন্ধু দেশের সেরা বিদ্যাপিঠ থেকে পাশ করা প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা।
ছোট বেলায় যখন বাবার সাথে বের হতাম। সবার একটাই প্রশ্ন-
"তোমার বাপ তো টুকটুকে সুন্দর, তুমি তো দেখছি বাপের রঙ পাও নাই।"
আমি মন খারাপ কণ্ঠে জবাব দিতাম- জ্বি আমার মা একটু শ্যামলা তো তাই...।
বাবাও খানিক বিব্রত হয়ে যেতেন। চেহারা যে বাপের মতো পেয়েছি, সেটা কেও দেখতো না। দেখতো শুধু গায়ের রঙ!
মাঝে মধ্যে আমার চোখে জল চলে আসতো। কেন না এখানে অন্তরালে আমার মাকেই অপমান করা হতো। মায়ের গায়ের রঙ শ্যামলা.....।
অসভ্যদের এই সমাজে গায়ের রঙের জন্য শুধু মেয়েদের নয়, ছেলেদেরও অপমাণিত হতে হয় পদে পদে।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যতিক্রম ধর্মী সমস্যা কথা জানালেন ভাই।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: তিক্ত সত্য ++++++
ভালো থাকবেন ।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
কলমের কালি শেষ বলেছেন: ভাই বাস্তবিক ত্যাক্ত সত্য । অনেক দিনের সামাজিক চর্চা ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
শাহী মিলন বলেছেন: সমাজের সবকিছুতেই যেন অস্বাভাবিক, কোনটা রেখে কোনটা বলবেন