![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
যে পদার্থবিজ্ঞান পড়েছে সে হচ্ছে ব্যাংকের কেরাণি। টাই পড়ে শুটকির দোকানির কাছে গিয়ে ব্যাংকে একাউন্ট খোলার সুবিধা ও গুরুত্ব বোঝাচ্ছে।
বোঝা্চেছ কিভাবে তার ব্যংক এ একাউন্ট খুললে এক সময় শুটকির ব্যবসা রেখে মাছের ব্যাবসায় নামতে পারবে।
যে রসায়ন পড়েছে, সে হচ্ছে ঠিকাদার পতিষ্ঠানের ম্যানেজার। সারাদিন ইট বালু রড সিমেন্ট আর সাটারিং এর কাঠ-বাঁশের হিসাব কষতে কষতে দফা শেষ।
যে ভূগোল পড়েছে, সে হচ্ছে গার্মেন্টস কোম্পানির কমার্শিয়াল অফিসার। ইনভয়েস, প্যাকিং লিস্ট, বানাতে বানাতে সে উপলব্ধি করে 'ভূ' সত্যিই 'গোল'।
যে একাউন্টিং পড়েছে, সে হচ্ছে পুলিশের এস আই। এখানে সে কিসের একাউন্টস দেখে খোদা মালুম।
যে বাংলা সাহিত্য পড়েছে, সে হচেছ ইনসুরেন্স কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার।
রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থবিজ্ঞান, ইংরেজি, আরবি, উর্দু, পালি, ইতিহাস.....পড়ে এসে হচ্ছে সোনালি, জনতা, অগ্রনি, রূপালি'র ক্যাশিয়ার।
অথচ জীবনের একটা সময়ে এদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। কেউ অমুক হবে, কেউ তমুক হবে।.......ইত্যাদি ইত্যাদি
কিন্তু একদিন সব স্বপ্ন, সব ইচ্ছাই অতল গভীরে হারিয়ে যায়। কঠিন বাস্তবতার নিচে চাপা পড়ে একদিন সব স্বপ্ন আর সব ইচ্ছার করুণ মৃত্যু ঘটে.....।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই...।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬
রোজেল০০৭ বলেছেন: বাস্তবতা অনেক কঠিন, তাই সবাই অনেক দ্রুত হাল ছেড়ে দেয়, কিন্তু কষ্ট করে যদি সবাই ৈধয্য ধরে লেগে থাকে, তবে সফলতা একদিন আসবেই !!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপনি যথার্থ বলেছেন। সফলতার জন্য ধৈর্য প্রয়োজন।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: এভাবেই চলছে , চলেই যাচ্ছে ।
ভালো থাকুন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন:
আপনিও ভালো থাকুন।....
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১১
অবার্চীন বালক বলেছেন: "একদিন সব স্বপ্ন আর সব ইচ্ছার করুণ মৃত্যু ঘটে...."
ভালো বলছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই...।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৮
এক চিলতে রোদ্দুর বলেছেন: এত ছোট লেখা এত মজা হবে লেখাটা পড়েই বুঝলাম।